সংরক্ষণের অভাবে বিলীন হচ্ছে মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি বধ্যভূমি ও টর্চার সেল

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সময় বরিশালে পাকিস্তানি হানাদার বাহিনী ওয়াপদা কলোনিতে সামরিক ঘাঁটি ও টর্চার সেল স্থাপন করে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল। কীর্তনখোলা ও সাগরদী খাল সংলগ্ন এই ঘাঁটি থেকে ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী এলাকায় লুটপাট ও হত্যাকাণ্ড পরিচালিত হতো। স্বাধীনতার পর এটি বধ্যভূমি হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

বরিশাল সিটি করপোরেশন প্রায় ৪ কোটি টাকায় বধ্যভূমি ও টর্চার সেল সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে। ২০২০ সালের ৮ ডিসেম্বর মুক্ত দিবসে উদ্বোধনের পর এটি মুক্তিযুদ্ধ চেতনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলার পর সাউন্ড সিস্টেম, লাইট ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর ও লুট হয়। এরপর থেকে কমপ্লেক্সের অবকাঠামো ও নিদর্শন জরাজীর্ণ অবস্থায় পড়েছে।

পরিদর্শনে দেখা গেছে, বাংকার, টর্চার সেল ও দেয়ালের ম্যুরাল ধুলো-ধূসরিত, শ্যাওলার আবরণে ঢেকে আছে। দর্শক প্রবেশের জন্য ওয়াকওয়ে নির্মাণ হলেও অসম্পূর্ণ। অনেক স্থানে লাইট নষ্ট, আর সাউন্ড সিস্টেম নেই।

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী বলেন, “হামলার পর অনেক নিদর্শন ভেঙে গেছে, পুনর্নির্মাণের উদ্যোগ নেই।” মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু স্মৃতিচারণে কেঁদে বলেন, তিনি টানা ১৯ দিন বন্দি ছিলেন ওই টর্চার সেলে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম ফরিদ উল্লেখ করেন, “এটি ইতিহাসের জীবন্ত দলিল। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সত্য জানাতে সংরক্ষণ জরুরি।”

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, “বধ্যভূমি কমপ্লেক্স সংস্কারের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পঞ্চগড়ে পরিবেশ ক্ষতিসাধনকারী ও লাইসেন্সবিহীন দুটি ইটভাটা বন্ধ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

৬ মিনিট আগে

দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

৩৪ মিনিট আগে

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শো

২ ঘণ্টা আগে

পার্বত্য এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পানছড়ি উপজেলার বাবুরাপাড়া খেলার মাঠে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

২ ঘণ্টা আগে