খুলনায় ভৈরব নদীতে কয়লা বোঝাই ট্রলারে ডাকাতির ঘটনায় আটক ৪

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

খুলনা মহানগরীর ৬ নং ঘাটস্থ মামুর আস্তানার পাশে নওয়াপাড়াগামী কয়লা বোঝাই একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় কেএমপি সদর নৌথানা পুলিশ নড়াইল জেলার বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সহায়তায় চারজনকে আটক করেছে। একই সাথে বড়দিয়া বাজার সংলগ্ন নদীর মধ্যে কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ টন লুণ্ঠিত কয়লা ও ডাকাতদের ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করেছে।

আটক ব্যক্তিরা হলেন মোস্তাকিন বিশ্বাস (৩৮), সুমন শেখ (২৮), জসিম শেখ (৪৪) ও চন্দনশীল (৩০)। এ ব্যাপারে খুলনা সদর থানায় একটি মামলা হয়েছে।

মামলার বাদি ব্যবসায়ী মো. আবুল কালাম মোল্লা এজাহারে উল্লেখ করেন, গত ১৫ মে বিকেল ৫টায় তার ট্রলারের স্টাফ সুকানি মো. সেলিম (৩৩), লস্কর মো. মনিরুজ্জামান (৩০) ও বাবুর্চি মো. ইলিয়াছ শেখ (৬০) মোংলা হতে মালিক শাহিনের ১০৮ টন ২০০ কেজি কয়লা (যার আনুমানিক মূল্য ১২ লাখ ৯৬ হাজার টাকা) নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা করে। ১৬ মে সকাল আটটার দিকে খুলনা সদর থানাধীন ৬ নং ঘাটস্থ আশরাফ মামার মাজারের পূর্ব পাশে ভৈরব নদীর পশ্চিম পাশে অজ্ঞাত একটি ইঞ্জিন চালিত ট্রলারে আসা ১০-১২ জন লোক লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ট্রলার থামাতে বলে। আমার সুকানী উপায়ান্ত না পেয়ে ট্রলার থামাবার সাথে সাথে ৮-৯ জন ডাকাত ট্রলারে উঠে স্টাফদের মারপিট শুরু করে। এবং তাদের কাছে থাকা নগদ ৪ হাজার ৭০০ টাকা, মোবাইল ফোনসহ আনুমানিক সাড়ে ৬ হাজার টাকার মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এরপর ট্রলারের স্টাফদের নিকট হতে আরো টাকা পয়সা আদায় এবং ট্রলারে থাকা কয়লা লুণ্ঠন ও ট্রলার বিক্রির উদ্দেশ্যে জোরপূর্বক নড়াইল জেলার বরদিয়া বাজারের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় আমার ট্রলারের লস্কর মো. মনিরুজ্জামান ও বাবুর্চি মো. ইলিয়াছ শেখকে দিঘলিয়া থানাধীন শোলপুর নামক স্থানে ফেলে রেখে যায়।

লস্কর ও বাবুর্চি ১৭ মে সন্ধ্যায় নৌ পুলিশকে সংবাদ দিলে কেএমপি সদর নৌ-থানার অফিসার ইনচার্জ তার সঙ্গীয় কোর্সসহ স্পিডবোর্ডযোগে রওনা হয়ে নড়াইল জেলার বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় ১৮ মে রাত ৩ টা ৫ মিনিটে বড়দিয়া বাজার সংলগ্ন নদীর মধ্যে কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ টন লুন্ঠিত কয়লা (যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা) ও ডাকাতদের ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় লণ্ঠিত কয়লা ট্রলারে থাকা ৪ ব্যক্তিকে আটক করা হয়।

কেএমপি সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আক্তার বলেন, ১৭ মে সন্ধ্যায় ট্রলার ডাকাতির ঘটনাটি জানতে পেরে নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়ার উদ্দেশ্যে রওনা হই। এরপর সেখানকার নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় আমরা কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ লুন্ঠিত কয়লা উদ্ধার করি। একই সাথে লুণ্ঠিত কয়লার ট্রলারে থাকা চার ডাকাতকে আটক করতে সক্ষম হই। এবং তাদের ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

লালনসংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান তিনি। ১৯৯৩ সালে চল”িচত্র ‘অন্ধ প্রেম’-এ ব্যবহৃত তাঁর গাওয়া ‘নিন্দার কাঁটা’র জন্য পান জাতীয় চল”িচত্র পুরস্কার। ২০০৮ সালে জাপানের মর্যাদাপূর্ণ ফুকুওয়াকা পুরস্কারে ভূষিত হন। তবে পুরস্কার-সম্মান নয়, তাঁর কাছে আসল অর্জন ছিল মানুষের ভালোবাসা

৯ ঘণ্টা আগে

এনআইসিইউতে ৩টি বেড খালি থাকায় ৩ নবজাতককে রাখা সম্ভব হয়েছে। ২ নবজাতের অবস্থা আশংকাজনক। এখানে বেড খালি হলে বাইরের হাসপাতালে যে নবজাতকদের নিয়ে রাখা হয়েছে তাদেরও এখানে নিয়ে আসা হবে

৯ ঘণ্টা আগে

শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরণ, দ্বিধাবিভক্ত প্রেসক্লাব ইস্যুতে আলোচনার উদ্যোগ গ্রহণ, সরকারি খাস জমিতে অবৈধ দখলদারদের উচ্ছ্বেদ, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়

৯ ঘণ্টা আগে

পুলিশের একার পক্ষে চুরি, ছিনতাই কিংবা ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং কোনো অপরাধ চোখে পড়লেই তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে

১০ ঘণ্টা আগে