হুমা বাহিনী" আতঙ্কে দৌলতপুর-আড়ংঘাটা

প্রতিনিধি
খুলনা
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৭: ৪৮
Thumbnail image
ছবি: প্রতিনিধি

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সন্ত্রাসী বাহিনীর উত্থান হয়েছে। খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ডে বারবার উঠে আসছে ‘হুমা বাহিনী’র নাম।

খুলনা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মহেশ্বরপাশা এলাকায় সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তার ও মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। সাড়ে তিন মাসে এখানে তিনটি হত্যাকাণ্ড, কুপিয়ে জখম ও প্রকাশ্যে গোলাগুলি ঘটেছে। এসব ঘটনায় বারবার উঠে এসেছে সন্ত্রাসী হুমায়ুন কবির হুমার নাম, যার তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দৌলতপুর থানার মহেশ্বরপাশা বণিকপাড়ার বাসিন্দা মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৭) এক হত্যা, এক অস্ত্র ও দুটি চাঁদাবাজি মামলার আসামি। গত বছরের ৯ অক্টোবর বাগেরহাটের রামপালে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। চলতি বছরের ২৪ জুলাই জামিনে মুক্তি পেয়ে আবার বেপরোয়া হয়ে উঠেছেন।

photo 9.1

স্থানীয়রা জানান, এ বছর পুলিশের হাতে সন্ত্রাসী নাসিম, আরমান, হোসেন ঢালী, শাহরিয়ার পাপ্পুসহ কয়েকজন গ্রেফতার হন। প্রায় ১০ মাস জেল খাটার পর হুমা গত জুলাইয়ে জামিনে মুক্তি পান। অন্য সন্ত্রাসীরা জেলে থাকার সময় এলাকার নিয়ন্ত্রণ নেওয়ায় তিনি আবার বেপরোয়া হয়ে উঠেছেন। তার বাহিনীর সদস্যরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। সর্বশেষ ২৮ অক্টোবর দুটি বাড়িতে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়, এতে হুমা বাহিনীর সম্পৃক্ততা ধরা পড়ে। পরে অভিযান চালিয়ে পুলিশ ওসমান ও সেলিম নামে দুজনকে গ্রেপ্তার করে, যারা হুমার লোক।

image 9.2

একের পর এক হত্যাকাণ্ড ও অস্ত্রবাজির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। মহেশ্বরপাশা এলাকার নিয়ন্ত্রণ নিতে মাঝে মাঝে সন্ত্রাসীরা সশস্ত্র মহড়া দিচ্ছে। প্রকাশ্যে এসব ঘটলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ। গত ২৮ অক্টোবর একজনের বাড়িতে গুলি ছোড়া হয়। এ ঘটনায় হুমা বাহিনী জড়িত বলে সন্দেহ ভুক্তভোগীর। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে হুমার কোনো দ্বন্দ্ব নেই। তারপরও বাড়িতে ৯ রাউন্ড গুলি করেছে। ওরা বলতেছে, ওরা ছাড়া কেউ এলাকায় থাকতে পারবে না।’
একের পর সন্ত্রাসী তৎপরতায় উদ্বিগ্ন মহেশ্বরপাশার সাধারণ মানুষ ভয়ে গণমাধ্যমে বক্তব্য দিতেও সাহস পাচ্ছেন না। তারা বলছেন, ‘আমরা কিছু বললে যখন তখন এসে হামলা চালানো হতে পারে।’
গত ১১ জুলাই দুপুরে মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার বাড়ির সামনে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করা হয় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লাকে। এ ঘটনায় হুমার সহযোগী কাজী রায়হান, আসিফ মোল্লাসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তে সন্ত্রাসী আরমানের সঙ্গে মাহবুবের সখ্য, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের একটি বাড়ি দখল ও মাদক বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে হুমার সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ উঠে আসে। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, কাজী রায়হান, আসিফ ও হুমা একসঙ্গে বাগেরহাট কারাগারে ছিলেন।
এর আগে ২০১৪ সালের ২৪ জুন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পকেট গেটের সামনে সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা আরিফ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হুমার অনুসারী আসিফ মোল্লা ও রায়হানকে গ্রেফতারের করে পুলিশ। এই মামলায় হুমাকেও গ্রেপতার দেখানো হয়।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাহাবুব হত্যার ঘটনায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসিফ ও রায়হান জানান, আরিফ হোসেনকেও তারা গুলি করেছে। অবশ্য বিষয়টি তারা আদালতে বা তদন্তকালে স্বীকার করেননি।
এ ছাড়া ৩ আগস্ট মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ঘের ব্যবসায়ী আলামিন হাওলাদারকে। ১ অক্টোবর মহেশ্বরপাশায় নিজ ঘরে খুন হন তানভীর হাসান শুভ। এসব ঘটনায় দৌলতপুর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে পৃথক মামলা হয়েছে। জড়িত কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।
কেএমপির উপকমিশনার (উত্তর) তাজুর ইসলাম বলেন, মাহাবুব, আলামিন ও শুভ হত্যার তিনটি ঘটনার যোগসূত্র রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে। দুজন গ্রেফতার হয়েছেন। বাকিরাও দ্রুত গ্রেফতার হবেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তারা জানান, খুলনা মহানগর পুলিশের দৌলতপুর, আড়ংঘাটা ও খানজাহান আলী থানার সীমান্তে মহেশ্বরপাশা এলাকা। এর পাশেই রূপসা সেতু বাইপাস সড়ক এবং ডুমুরিয়া উপজেলা। জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য সড়ক দিয়ে পালিয়ে যাওয়া সহজ। অপরাধ ঘটিয়ে এসব সড়ক দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা।
তারা আরও জানান, নব্বইয়ের দশকে মহেশ্বরপাশা, আড়ংঘাটা ও দেয়ানা এলাকায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির উত্থান ঘটে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই সময় গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা দীর্ঘদিন কারাগারে ছিল। কেউ কেউ পালিয়ে ছিল ভারতে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তারা ধীরে ধীরে এলাকায় ফিরতে থাকে। কয়েকজন কারাগার থেকে জামিনে মুক্তি পায়। এলাকায় ফিরে চাঁদাবাজি, দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা।
সন্ত্রাসীদের সম্পর্কে খোঁজখবর রাখেন এলাকার প্রবীণ কয়েকজন জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এলাকায় ফেরেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শেখ শাহীনুল হক ওরফে বড় শাহীন। তার ছত্রছায়ায় এলাকায় বেপরোয়া হয়ে ওঠে উঠতি সন্ত্রাসী হোসেন ঢালী, আরমান হোসেন ও হুমায়ুন কবির হুমা। একপর্যায়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে বিভক্ত হয়ে পড়ে তারা। হুমা নিজেই আলাদা বাহিনী তৈরি করে। এর মধ্যে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ১৫ মার্চ খুন হন বড় শাহীন।
দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, চার মাসে তিনটি খুন হলো, অথচ মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ঢিলেঢালা তৎপরতার কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
থানা জামায়াতে ইসলামের আমির মোশাররফ আনসারী বলেন, নির্দিষ্ট এলাকায় একের পর এক খুন-সন্ত্রাস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাই মূল দায়ী। পুলিশ কেন তাদের গ্রেপ্তার করতে পারছে না– আমরা এর জবাব চাই।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, সম্প্রতি অনেক সন্ত্রাসীর রিমান্ড আবেদন মঞ্জুর হয়নি, দ্রুত জামিন হচ্ছে– বিষয়টি উদ্বেগজনক।
কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, হত্যাকাণ্ডে প্রশিক্ষিত ও পেশাদার লোক জড়িত। ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে যায়। তারপরও বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। কিন্তু স্থানীয় মানুষের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। সবার সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা কঠিন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সংঘর্ষে গুরুতর আহত মামুন ও ইমতিয়াজ প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, পরে পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার চবি নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মু. ইসমাঈল হোসেন মামুনের খুলে রাখা মাথার খুলির অংশ প্রতিস্থাপন করেন

২ ঘণ্টা আগে

সোমবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে কামাল উদ্দিন সিদ্দিকীর জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে

৩ ঘণ্টা আগে

এই তিন মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র থাকবে হালকা কুয়াশা

৪ ঘণ্টা আগে

সৈয়দপুরে প্রায় ২০০টি কারখানা গড়ে উঠেছে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা পরিত্যক্ত লোহা এসব কারখানায় আনা হয়

৫ ঘণ্টা আগে