জিয়ার ছবি অবমাননা ও তারেককে নিয়ে কটূক্তির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বৃস্পতিবার (১৭ জুলাই) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ কাদের সড়ক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শপালা চত্বরে সমাবেশের আয়োজন করে। এ সময় যুবদলের হাজারো নেতাকর্মীর শ্লোগানে শহর প্রকম্পিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে জনগণকে তাদের ক্ষমা করবে না।

d69c0d00-59fa-4f21-b20c-a2a6bcdb621d

জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ এর সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাছির সিকদার।

উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা যুবদলের সহ-সভাপতি আমির খাঁন, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব হৃদয় নূর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পার্বত্য ফল মেলা, ছাগল ও শুকুর বিতরণ প্রকল্পের ৬০ লাখ ১২ হাজার ৫শ টাকা আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা।

১২ ঘণ্টা আগে

জামালপুরে মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেল ৫ টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দির আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

১২ ঘণ্টা আগে

সেদিন প্রাণ বাঁচাতে কেউ পালিয়ে গেছেন ধানক্ষেতে, কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়ি কিংবা আশপাশের গ্রামে। কয়েকদিন পর প্রশাসনের আহ্বানে ও নিরাপত্তার আশ্বাসে তারা ফিরতে শুরু করেছেন নিজ নিজ ঘরে।

১২ ঘণ্টা আগে

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ খান হত্যা মামলায় সংঘটিত হয় ৪ কোটি টাকার বিনিময়ে। হত্যার আগে প্রধান ঘাতকের হাতে যায় প্রায় ৮৭ লাখ টাকা।

১৩ ঘণ্টা আগে