সাতক্ষীরায় বনবিভাগের জব্দকৃত মাছ মাগুরা এতিমখানায় বিতরণ

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় বনবিভাগের অভিযানে জব্দ হওয়া প্রায় ৪০ কেজি মাছ আদালতের নির্দেশে এতিমখানায় বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব মাছ মাগুরা এতিমখানা মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ভোরে শ্যামনগর উপজেলার কাছিঘাটা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশের দায়ে পাঁচ জেলেকে আটক করে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে লাখ্যা, জাবা ও কৈবল প্রজাতির মাছ জব্দ করা হয়।

জব্দকৃত মাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আব্দুল আলিম, বন মামলার পরিচালক শ্যামপ্রসাদ রায়, আদালতের পেশকার মো. ছানাউল্লাহ, মাগুরা এতিমখানা মাদ্রাসার পরিচালক মো. তোফাজ্জেল হোসেন ও সহকারী মো. শওকত আলী।

বন মামলার পরিচালক শ্যামপ্রসাদ রায় জানান, কাছিঘাটা টহল ফাঁড়ির কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের রবিউল ইসলাম, আব্দুল কাদের, আশিকুর রহমান, মোস্তাফা গাজী ও আবুল বাসার।

তিনি আরও বলেন, নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশের অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আর জব্দ মাছ আদালতের নির্দেশে স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রেল অবরোধের কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনটি কুমিল্লার গুনবতি স্টেশনে ৪০ মিনিট আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসে বেলা ১টা'র দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়

৫ ঘণ্টা আগে

বিল্ডিংয়ের মালিক স্থানীয় লোক না। সে কোন কোন রাতে একটি প্রাইভেট কারে আসে, ঘণ্টা দুইয়েক থেকে কেয়ারটেকার ও নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলে চলে যায়। কে এই বিল্ডিং তৈরি করছে নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা কোন কথা বলতে রাজী হয় নি

৫ ঘণ্টা আগে

ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে

৬ ঘণ্টা আগে

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

৬ ঘণ্টা আগে