মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলাকে পুনরায় চারটি সংসদীয় আসনে বিভক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান তিনি। বৈঠকে মানিকগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের একটি প্রস্তাবনা তুলে ধরা হয়। এতে সম্ভাব্য সীমা ও অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোর তালিকাও রয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, "২০০১ সালেও মানিকগঞ্জে চারটি আসন ছিল। পরবর্তীতে ২০০৮ সালে একটা আসন কমিয়ে তিনটি করা হয়। এতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। জনগণের যে সেবা পাওয়ার কথা ছিল, সে সেবা জনগণ পাচ্ছে না। এ কারণে আমরা চাচ্ছি ২০০১ সালের অবস্থানে যেন ফিরে যাওয়া যায়।"
আফরোজা রিতা আরও বলেন, “জনসংখ্যা ও ভৌগোলিক বিবেচনায় মানিকগঞ্জে পুনরায় চারটি আসন খুবই যৌক্তিক। এতে করে জনগণের প্রতিনিধিত্ব সঠিকভাবে নিশ্চিত হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরা যাবে।”
বর্তমানে মানিকগঞ্জে তিনটি সংসদীয় আসন রয়েছে—মানিকগঞ্জ-১, মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩। অথচ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই জেলায় চারটি আসন ছিল।
বিএনপি নেত্রী জানান, তাঁদের দেওয়া প্রস্তাবে জেলার প্রতিটি নতুন আসনের কাঠামো নির্ধারণে প্রশাসনিক একক, ইউনিয়নের সংখ্যা ও জনসংখ্যার ভারসাম্য বিবেচনায় নেওয়া হয়েছে।
মানিকগঞ্জ জেলাকে পুনরায় চারটি সংসদীয় আসনে বিভক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান তিনি। বৈঠকে মানিকগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের একটি প্রস্তাবনা তুলে ধরা হয়। এতে সম্ভাব্য সীমা ও অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোর তালিকাও রয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, "২০০১ সালেও মানিকগঞ্জে চারটি আসন ছিল। পরবর্তীতে ২০০৮ সালে একটা আসন কমিয়ে তিনটি করা হয়। এতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। জনগণের যে সেবা পাওয়ার কথা ছিল, সে সেবা জনগণ পাচ্ছে না। এ কারণে আমরা চাচ্ছি ২০০১ সালের অবস্থানে যেন ফিরে যাওয়া যায়।"
আফরোজা রিতা আরও বলেন, “জনসংখ্যা ও ভৌগোলিক বিবেচনায় মানিকগঞ্জে পুনরায় চারটি আসন খুবই যৌক্তিক। এতে করে জনগণের প্রতিনিধিত্ব সঠিকভাবে নিশ্চিত হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরা যাবে।”
বর্তমানে মানিকগঞ্জে তিনটি সংসদীয় আসন রয়েছে—মানিকগঞ্জ-১, মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩। অথচ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই জেলায় চারটি আসন ছিল।
বিএনপি নেত্রী জানান, তাঁদের দেওয়া প্রস্তাবে জেলার প্রতিটি নতুন আসনের কাঠামো নির্ধারণে প্রশাসনিক একক, ইউনিয়নের সংখ্যা ও জনসংখ্যার ভারসাম্য বিবেচনায় নেওয়া হয়েছে।
সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার সামিউল (১০) নামে ওই শিশু বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই শিশুর বাবা মো. আনারুল ইসলাম ও মা সাথী বেগম
৫ ঘণ্টা আগেরোগীবাহি অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে দেওয়া হয়নি কোনো ধরনের যানবাহন। পাবলিক ট্রান্সপোর্ট না থাকার কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। কখনও পায়ে হেঁটে কখনও ভ্যান রিক্সায় তাদেরকে দূর দূরান্তে পৌঁছাতে হচ্ছে
৫ ঘণ্টা আগেটাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমিভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যে কোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়
৬ ঘণ্টা আগেযাত্রীদের ভোগান্তির দিকে লক্ষ্য করে আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছি। দাবি একটাই, গেজেট বাতিল করে আমাদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা দুই ইউনিয়নবাসী ঘরে ফিরে যাব না
৬ ঘণ্টা আগেসৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার সামিউল (১০) নামে ওই শিশু বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই শিশুর বাবা মো. আনারুল ইসলাম ও মা সাথী বেগম
রোগীবাহি অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে দেওয়া হয়নি কোনো ধরনের যানবাহন। পাবলিক ট্রান্সপোর্ট না থাকার কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। কখনও পায়ে হেঁটে কখনও ভ্যান রিক্সায় তাদেরকে দূর দূরান্তে পৌঁছাতে হচ্ছে
টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমিভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যে কোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়
যাত্রীদের ভোগান্তির দিকে লক্ষ্য করে আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছি। দাবি একটাই, গেজেট বাতিল করে আমাদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা দুই ইউনিয়নবাসী ঘরে ফিরে যাব না