অনলাইন ডেস্ক
দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ঠিকাদারি প্রথা বাতিল, টেন্ডার সংক্রান্ত জটিলতা নিরসন এবং বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে আর্যলক্ষী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার নেতা জাবেদ হোসেন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা ও হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, "আউটসোর্সিং নীতিমালায় সময়োপযোগী সংস্কার না হলে সেবা খাতে অচলাবস্থা তৈরি হবে।"
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সহ-সভাপতি খলিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাবিব সোহেল, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এ জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, এবং লেবার কোর্টের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ঈসমাইল।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা, পৌরসভা, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে হাজারো কর্মচারী সেবা দিয়ে যাচ্ছে। অথচ তাদের চাকরির নিরাপত্তা নেই, মাসের পর মাস বেতন বন্ধ থাকে। এ অবস্থা চলতে পারে না।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সদর রোডে গিয়ে শেষ হয়। মিছিলে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার আউটসোর্সিং কর্মচারীরা অংশ নেন।
নেতারা জানান, দাবিগুলো বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে আরো বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে, প্রয়োজনে ঢাকামুখী আন্দোলনের ঘোষণা আসতে পারে।
দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ঠিকাদারি প্রথা বাতিল, টেন্ডার সংক্রান্ত জটিলতা নিরসন এবং বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে আর্যলক্ষী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার নেতা জাবেদ হোসেন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা ও হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, "আউটসোর্সিং নীতিমালায় সময়োপযোগী সংস্কার না হলে সেবা খাতে অচলাবস্থা তৈরি হবে।"
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সহ-সভাপতি খলিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাবিব সোহেল, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এ জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, এবং লেবার কোর্টের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ঈসমাইল।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা, পৌরসভা, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে হাজারো কর্মচারী সেবা দিয়ে যাচ্ছে। অথচ তাদের চাকরির নিরাপত্তা নেই, মাসের পর মাস বেতন বন্ধ থাকে। এ অবস্থা চলতে পারে না।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সদর রোডে গিয়ে শেষ হয়। মিছিলে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার আউটসোর্সিং কর্মচারীরা অংশ নেন।
নেতারা জানান, দাবিগুলো বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে আরো বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে, প্রয়োজনে ঢাকামুখী আন্দোলনের ঘোষণা আসতে পারে।
প্রেমিকা মীম আক্তার জানান, আমার সাড়ে ৫ মাসের সম্পর্ক। আমার সাথে সব করেছে। আমি সাগরকে ছাড়া বাঁচব না। সাগর আমাকে বিয়ে না করলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব।
১৩ ঘণ্টা আগেবজ্রপাতে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন মারা গেছেন। রোববার (১১মে) সকাল থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।
১৪ ঘণ্টা আগেকিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) উভয় উপজেলায় পৃথক জায়গায় বজ্রপাতের তাদের মৃত্যু হয়।
১৫ ঘণ্টা আগেবরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড এবং প্রায় ১ কোটি ১৩ লক্ষ নগদ টাকাসহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
১৫ ঘণ্টা আগেপ্রেমিকা মীম আক্তার জানান, আমার সাড়ে ৫ মাসের সম্পর্ক। আমার সাথে সব করেছে। আমি সাগরকে ছাড়া বাঁচব না। সাগর আমাকে বিয়ে না করলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব।
বজ্রপাতে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন মারা গেছেন। রোববার (১১মে) সকাল থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) উভয় উপজেলায় পৃথক জায়গায় বজ্রপাতের তাদের মৃত্যু হয়।
বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড এবং প্রায় ১ কোটি ১৩ লক্ষ নগদ টাকাসহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।