নীলফামারী-৪ আসনের নির্বাচনে ৬০ হাজারের বেশি অবাঙালি ভোটার

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

উত্তরের জেলা নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী জট থাকলেও জামায়াতে ইসলামি এ আসনে প্রার্থী অনেক আগেই চূড়ান্ত করেছে। এখন পর্যন্ত এ আসনে বিএনপির অন্তত ছয়জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। যাদের নাম শোনা যাচ্ছে তাদের বেশির ভাগই নানাভাবে মাঠে আছেন। আবার অনেকে আনুষ্ঠানিকভাবে মাঠে না নামলেও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন। এতে দলে দেখা দিয়েছে বিভক্তি। কার পক্ষে ভোট চাইবেন এ নিয়ে নেতাকর্মীরা পড়েছেন শঙ্কায়।

কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১৫ নম্বর আসনটি নীলফামারী-৪। দেশের সর্বপ্রথম ভিক্ষুকমুক্ত উপজেলা কিশোরগঞ্জ। ব্যবসা-বাণিজ্য ও ভৌগোলিক কারণে উত্তরাঞ্চলের মধ্যে সৈয়দপুরের গুরুত্ব রয়েছে। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৫ হাজার ৩৮৩ এবং কিশোরগঞ্জে ২ লাখ ১০ হাজার ৬৫১।

এখানে বিএনপির নিজস্ব ভোটব্যাংক আছে। এর বাইরে বড় ফ্যাক্টর হচ্ছে ৬০ হাজারের বেশি অবাঙালি ভোটার। এ ভোটাররা যেদিকে সমর্থন দেবেন, প্রার্থী বিজয়ের ক্ষেত্রে এর প্রভাব পড়বে। আশার কথা হচ্ছে, এখন অবাঙালিরা বিএনপি, জামায়াতসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে থেকে রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করছেন। স্বাধীনতার পরবর্তী প্রজন্ম নিজেকে আর পাকিস্তানি হিসেবে পরিচয় দিতে চান না।

এ আসনে এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন, সাবেক নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম, অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, জামায়াতের উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক।

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে এ আসনে বিএনপি ও জামায়াত বেশ তৎপর। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক তৎপরতা সামান্য লক্ষ্য করা গেলেও নির্বাচন কেন্দ্রিক তৎপরতা একেবারেই নেই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ইলিশ সংরক্ষন অভিযান চলবে। এ সময় ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার

১১ মিনিট আগে

শনিবার রাতে বিজয়,হাবিবুলল্লাহের নেতৃত্বে রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ৪ ট্রাক মাছ মেরে নিয়ে যায়। তাদের সাথে প্রায় শতাধিক অস্ত্রধারী ছিল লোক ছিলো

৩৩ মিনিট আগে

হানিফ পরিবহনের বাসটি নষ্ট হওয়ার কারণে বাসটি রাস্তায় থামানো ছিল। কিন্ত ইমাদ পরিবহনের দ্রুতগামী বাস হানিফ পরিবহনের পেছনে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের হেলপার মারা যায়। চালকসহ কয়েকজন আহত আছে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে

১ ঘণ্টা আগে

জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।

১৪ ঘণ্টা আগে