নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা ও দোয়া

পানছড়িতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৮: ০৪
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়িত "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)" এর আওতায় পানছড়ি উপজেলায় এক হৃদয়ছোঁয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ অদ্য উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরূপ চাকমা এবং সঞ্চালনা করেন সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক, পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানের শুরুতেই দিয়াবাড়ীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাঁদের স্মৃতিকে গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,"এই কোমলমতি শিক্ষার্থীদের অকাল মৃত্যু আমাদের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে। শিক্ষা যাত্রার শুরুতেই তারা এমন মর্মান্তিক পরিণতির শিকার হবে, তা কল্পনাতীত। আমরা তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শিক্ষা পরিবার হিসেবে আমরা একত্রিত হয়ে তাঁদের পাশে আছি এবং থাকবো।"

তিনি আরও বলেন, এই দুর্ঘটনা আমাদের শিখিয়েছে জীবন কতটা অনিশ্চিত। তাই এখন থেকে আমাদের আরও মানবিক হতে হবে, সহানুভূতিশীল হতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে তার স্বপ্নপূরণে এগিয়ে নিতে হবো।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা যেমন গর্বিত, তেমনি দায়িত্ববানও হয়ে উঠছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,শুধু ভালো ফল করলেই হবে না, সেই সফলতাকে ধরে রাখতে হবে অধ্যবসায় ও আত্মনিয়োগের মাধ্যমে। আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে এই শিক্ষার্থীদের হাতেই। তাই তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে, প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে পারিবারিক ও সামাজিক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খুলনা মোংলা মহাসড়ক এখন মৃত্যুফাঁদের অপর নাম। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক, অপ্রশস্ত দুই লেন, আর নিয়ন্ত্রণহীন যানবাহন সব মিলিয়ে এ সড়কে সাধারণ মানুষের জীবন যেন হয়ে উঠেছে অনিশ্চিত।

১৩ ঘণ্টা আগে

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়।

১৩ ঘণ্টা আগে

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মহালছড়ি উপজেলা সফর করেছেন।

১৪ ঘণ্টা আগে

রংপুরে বাল্যবিয়ে নিরসনে প্রান্তিক জনগোষ্ঠিসহ অংশীজনদের মতামত নিয়ে তৈরি নির্দেশিকা ‘অ্যাডভোকেসি টুলকিট’ এর মোড়ক উন্মোচন হয়েছে।

১৪ ঘণ্টা আগে