অত্যাচার-নির্যাতনকারীদের শক্ত হাতে দমন করা হবে: অ্যাডভোকেট মিলন

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, দর্শনপাড়াতে যারা অন্যায় ও অত্যাচার করেছে, দস্যুবাজি করেছে তারা আর সেইভাবে রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে আবার যদি কেউ ঘনঘটা আনার চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে সাথে নিয়ে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল রবিবার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

বৃষ্টি উপেক্ষা করে যারা এই মাঠে এসেছেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের আগে প্রোগ্রাম করতে গেলে তেমন লোক পাওয়া যেত না। অনেকে আওয়ামী লীগের ভয়ে নিশ্চুপ ছিলেন। কেউ আবার প্রকাশ্যে না এসে তলে তলে আওয়ামী লীগের সাথে থেকে ফায়দা লুটেছেন তাদের এখন অনেককে প্রোগামে দেখা যাচ্ছে। এটা দলের জন্য খারাপ নয়। তবে যারা দীর্ঘ সতের বছরে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, অনেক মামলার আসামি হয়েছেন, জেল খেটেছেন, অমানবিক নির্যাতন সহ্য করেছেন এবং রাতের পর রাত বাড়িতে ঘুমাতে পারেননি তারা ছাড়া অন্য কাউকে সামনে না আসার জন্য তিনি নিষেধ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সাড়ে এগার লাখ কোটি টাকা পাচার করেছে। কুইক রেন্টালের নামে ছিয়াশি হাজার টাকা পাচার করেছেন। তিনি আরো বলেন, বিএনপি অন্য কারো দল করে না। বিএনাপি ইতিহাসের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করেন। আর তারা তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালন করেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ৫আগস্টে সেদিন ছোট কাপড় পরে যারা পালিয়েছিলো। সেই আওয়ামী লীগকে এখনো মনে পোষন, শেখ মুজিবকে আব্বা মনে করেন এবং স্বৈরাচার খুনি হাসিনা টুপ করে দেশে ফিরে আসবে বলে মনে করেন তারা মূলত বোকার স্বর্গে বসবাস করছেন । শেখ হাসিনা আসবে না। কিন্তু তাকে আনা হবে। যদি আয়না ঘরে থাকতে চান,তারা আওয়ামী লীগের তোষণ করেন।

তিনি আইন শৃংখলা বাহিনীকে উদ্যেশ্যে করে বলেন, আগের দিন নেই। স্বৈরাচারের তোষণ ও মোষন ছাড়েন। না হলে কি হবে বলা যাবে না। এগুলো বন্ধ করার আহ্বান জানান তিনি। আর যারা চটকদার আছেন সেগুলো বন্ধ করে সোজাপথে থাকেন। না হলে ভবিষ্যৎ কেমন হবে বুঝে নেন।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। এ লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।

বিএনপি পেছনের দরজা দিয়ে আসা কোনোদিন পছন্দ করে না। সেজন্য আগামী নির্বাচনে ধানের শীষের তিনশটি আসনেই মনোনয়ন দেয়া হবে। যে ধানের শীষ পাবেন তার হয়ে কাজ করবেন বলে জানান তিনি।

সেই সাথে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। নেতাকর্মী ও অন্যান্যদের পাড়ায় মহল্লায় বিভ্রান্ত ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেন । শেষে নতুন করে আরো ত্রিশ হাজার সদস্য করা হবে। সেইলক্ষ্যে ফরম দেয়ার কথা বলেন। সেইসাথে ৩১দফা কর্মসূচীর নিয়ে একটি বড় করে সমাবেশ করার মধ্যে দিয়ে ফরম পুরন করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, বিএনপি নেতা রমজান আলী, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আয়নাল হক, সাবেক সাধারণ সম্পাদক মাওলা বক্স সরকার।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলী মাস্টার এবং আজাবুর রহমান শামীম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুব নেতা কামরুজ্জামান মাস্টার, মোর্শেদ মাস্টার, প্রভাষক মুখলেসুর রহমান, পিয়ারুল, জুয়েল, বাবু, শামীম, জহুরুল ও রিপন । ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আকমল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন লালন ও আনারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেলসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৬ জন শিক্ষার্থী বিভিন্ন পদে জয়লাভ করেছেন। এ বিজয়ে গর্বিত সাতক্ষীরাবাসী

২৮ মিনিট আগে

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসেও একই ইঙ্গিত মিলেছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে

৩৬ মিনিট আগে

সকল ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো বোট মালিক ও চালকদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সরকারি পরিচালক রিয়াদ। তার এ সকল দুর্নীতির তদন্ত করে বিচারের পাশাপাশি তাকে দ্রুত ভোলা থেকে বদলি না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবেন

১ ঘণ্টা আগে

নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

১ ঘণ্টা আগে