সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

প্রতিনিধি
সাভার
Thumbnail image
ছবি: সংগৃহীত

সাভারে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ও ভোররাতে গেন্ডা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

রাতে প্রাইভেটকারের ধাক্কায় নিহতরা হলেন- নেত্রকোনা জেলার ধিরেনের ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার অর্চণা রানী (৩০) এবং সকালে মারা গেছেন নাবিল পরিবহনের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬)। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, গত রোববার রাতে নওগাঁ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে নাবিল পরিবহনের একটি বাস। বাসটি সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপরে উঠে যায়। এ সময় হেলপার আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করা হয়। এর আগে গতকাল রাতে হৃদয় ও অর্চণা সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, রাতে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপায় নারীসহ দুইজন এবং সকালে নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর তুলে দিলে হেলপার মারা যায়। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর অপতৎপরতা স্থবির হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন শিল্প। ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন,সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযাসহ প্রত্যাশী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

৩ ঘণ্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৫ ঘণ্টা আগে

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৫ ঘণ্টা আগে