খাগড়াছড়ি সীমান্তে পুশইন হয়নি, বিজিবি’র টহল জোরদার

প্রতিনিধি
খাগড়াছড়ি
আপডেট : ০৮ মে ২০২৫, ১২: ৩৭
Thumbnail image
ছবি: প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে কোন ভারতীয় নাগরিকের পুশইন হয়নি। ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তাদের সাথে স্থানীয় লোকজনও বিজিকিকে সহযোগিতা করছে। জেলার বিভিন্ন সীমান্ত অনুপ্রবেশকারীদের মানবিক সহযোগিতা করছে প্রশাসন। আইন ও নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন।

বুধবার ভোর রাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ির কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৭২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। তার মধ্যে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন,তাইন্দং-এর আচালং সীমান্ত দিয়ে আরো ১৫ জন ও পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত ৩০ ভারতীয় নাগরিককে পুশ করা হয়।

২

শান্তিপুর সীমান্ত এলাকার বাসিন্দা আবু তাহের ভারতীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, নুপ্রবেশকারীদের প্রথমে ভারতের গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে ভোর রাতে জোরপূর্ব দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে কাটাতারের বেড়া পার করে তাদের বাংলাদেশে প্রবেশে বাধ্য করে বিএসএফ সদস্যরা।

সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় নাগরিকরা উঠেন সীমান্তবর্তী জনৈক আবু তাহেরে বাড়িতে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সকালে তাদেরকে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের খালি বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বুধবার রাতে প্রশাসন বেলছড়ি উচ্চ বিদ্যালয় ও আসালং সরকারী প্রাথমিক হস্তান্তর করা হয়।

এ দিকে বুধবার সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি’র টহল আরো জোরদার করা হয়েছে। ভারতীয় নাগরিকরা যাতে প্রবেশ করতে না পারে তারাও বিজিবিদের সহযোগীতা করছেন বলে জানান স্থানীয়রা।

৪

খাগড়াছড়ির জেলার ভারপ্রাপ্ত প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আইন ও নিয়ম অনুযায়ী পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।

সীমান্ত সূত্রে জানা গেছে, বর্তমানের বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে সীমান্তের ওপারে জড়ো করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

এনকে/০৮ মে/এইচএমপি/কেএ

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম (২৫) ও ট্রাকের হেলপার হাসান প্রামানিক (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

১৭ মিনিট আগে

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদ পানছড়ি, যা একসময় নিরাপত্তা ও উন্নয়ন সংকটে ভুগছিল, আজ শান্তি, সম্প্রীতি এবং মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনের অন্যতম কারিগর পানছড়ি ব্যাটালিয়ন (০৩বিজিবি), যারা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২৪ মিনিট আগে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

১ ঘণ্টা আগে