কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোর পাঁচ আরোহী।

বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বীর পাকুন্দিয়া গ্রামের নয়াবাড়ির বিএনপির নেতা জসিম উদ্দিনের ছেলে শোভন (১৭) এবং মধ্য পাকুন্দিয়া গ্রামের বাসিন্দা ও পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিকের ছেলে লাম (১৮)। তাঁরা পাকুন্দিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বিষয়টি নিখাদ খবরকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে উপজেলা সদর থেকে ঢাকা-কিশোরগঞ্জ সড়ক হয়ে মির্জাপুর যাচ্ছিলেন। পথে বরাটিয়া এলাকায় একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে এর সংঘর্ষ হয়।

এতে দুই বন্ধু ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই শোভন নিহত হন। আহত লামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশাটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পাঁচ আরোহী আহত হন। তাঁদের মধ্যে মো. নাজিম (২০) নামের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি করিমগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর-এ-আলম খান বলেন, আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে উদ্ধার অভিযান দীর্ঘায়িত হলেও এখনও সফলতা মিলছে না। ফায়ার সার্ভিস জানিয়েছে, গর্তটির ব্যাসার্ধ মাত্র ৬–৮ ইঞ্চি হলেও গভীরতা প্রায় ২০০ ফুট, যা অভিযানের জটিলতা বাড়াচ্ছে। অক্সিজেন সরবরাহের চেষ্টা চলছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধার করার সম্ভ

২ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে মুসল্লিদের দান-মানতের পরিমাণ কোটি টাকার বেশি।

২ দিন আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে নিজাম উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।

২ দিন আগে

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনে বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

২ দিন আগে