চাল আমদানির প্রয়োজন হবে না : খাদ্য উপদেষ্টা

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: সংগৃহীত

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্যের মজুত আছে ১৫ লাখ টনের মতো, যেটা গত বছরের এই দিনের চেয়ে ৩ টন বেশি। তবে ময়মনসিংহ বিভাগে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা কিছুটা কম। ইতোমধ্যে সারাদেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আমরা আশাবাদী আমাদের সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এখন আউশ, আমন, বোরধান চাষ করে থাকি। এবার বোরো আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বিভাগীয় প্রশাসন; ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার জেলা প্রশাসক; খাদ্য বিভাগের আঞ্চলিক কর্মকর্তা, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে রুদ্ধদ্বার এ বৈঠক শেষে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আমাদের আসার উদ্দেশ্য ছিল ময়মনসিংহ বিভাগের বর্তমান বোরো মৌসুমের সংগ্রহ কার্যক্রম পর্যালোচনা করা এবং কোথাও সমস্যা থাকলে সেটি দূর করা। পাশাপাশি সরকারের চলমান খাদ্য বিতরণ কর্মসূচিগুলো কীভাবে চলছে, সেগুলো নিয়ে আগামী দিনের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।’

খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহের চার জেলায় অভ্যন্তরণীর বোরো মৌসুমে ৪৭ হাজার ৯৩৬ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা কথা থাকলেও সংগ্রহ করা হয়েছে মাত্র ১ হাজার ৮৪৬ টন, যা লক্ষ্যমাত্রার মাত্র ৩ দশমিক ৮৫ শতাংশ। বিভাগের ময়মনসিংহ জেলায় ৩৬৯ টন, নেত্রকোনায় ১ হাজার ২৪৬ টন, জামালপুরে ১৩৫ টন ও শেরপুরে মাত্র ৯৬ টন ধান কেনা হয়েছে। একই মৌসুমে ২ লাখ ২৫ হাজার ৮২৭ টন সেদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৪৬০টি মিলের সঙ্গে চুক্তি করা হয়। কিন্তু চাল সংগ্রহ করা গেছে ৭৩ হাজার ২০০ টন চাল, যা লক্ষ্যমাত্রার ৩২ দশমিক ৪১ শতাংশ।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘সারা দেশে আমাদের বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার কিছু অঞ্চল ছাড়া বাকিটা হাওর অঞ্চল নয়। হাওর অঞ্চলের ধান আগে কাটা হওয়ায় নেত্রকোনায় ধান সংগ্রহ যথেষ্ট অগ্রসর হয়েছে। বাকি জেলাগুলো কিছুটা পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে থাকার পেছনে সমন্বয়ের অভাব রয়েছে। সেগুলো আজ কেটে গেছে। আমরা আশাবাদী, এখানে যে টার্গেট নির্ধারণ করা হয়েছে, আগামী দিনে তার ওপরে সংগ্রহ করা যাবে।’

দেশে দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা আরও বাড়ানো হবে বলে জানান উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দেশে ৫০ লাখ দরিদ্র পরিবার বছরে ৫ মাস ৩০ কেজি করে চাল পেত। সেটি সম্প্রসারণ করে আগামী অর্থবছর থেকে বছরে ৬ মাস ৩০ কেজি করে চাল পাবে ৫৫ লাখ পরিবার। সেই তালিকা নতুনভাবে করার জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে। যাঁরা পাওয়ার যোগ্য নন, একই পরিবারের একাধিক ব্যক্তি এবং যাঁরা মারা গেছেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে।

চালের দাম কমবে কি না, এমন প্রশ্নে খাদ্য উপদেষ্টা বলেন, কৃষককে তাঁর পণ্যের দাম দিতে হবে। ১৫ টাকা কেজি দরে বছরে ৬ মাস যাঁরা চাল পাবেন, তাঁরা তো আর বাজারে চাল কিনতে যাবেন না। সুতরাং বাজারের ওপর চাপটা পড়বে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আলীকদম উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল এইটা। এ বিদ্যালয়ে শিক্ষক সংকট, জনবল সংকট আছে এইটা আমাকে জানানো হয়েছে। এখানে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকা, পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আশা ব্যঞ্জক হয়নি

১২ ঘণ্টা আগে

বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

১২ ঘণ্টা আগে

দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ জরুরি। শুধুমাত্র নাচ-গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয়। তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান

১৩ ঘণ্টা আগে

শুক্রবার দিনগত রাতে আমিনুল তার ঘরের বাইরে খোলা জায়গায় প্রস্রাব করতে গেলে একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। সাপের ছোবলের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করা হয়

১৪ ঘণ্টা আগে