নিষেধাজ্ঞার আগের দিন বরিশালে ইলিশের মেলা

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশালের পোর্ট রোড বাজারে শুক্রবার (৩ অক্টোবর) বিকেল থেকেই যেন ইলিশের উৎসব। বাজারজুড়ে সারি সারি দোকান, একেকজন আড়তদার বা খুচরা বিক্রেতা সামনের টেবিলে সাজিয়ে রেখেছেন চকচকে রুপালি ইলিশ। ক্রেতাদের হাঁকডাক, দরদাম আর মাছের ঝলমলে রঙে ভরে ওঠে পুরো বাজার।

প্রতি বছরের মতো এবারও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বসেছে এই ইলিশ মেলা। বিকেল থেকে রাতভর চলে বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিন আবহাওয়া খারাপ থাকায় মোকামে মাছ কম উঠেছে। তবে শুক্রবার দাম কিছুটা কম থাকায় বাজারে ভিড় জমেছে ক্রেতাদের।

রাত যত গড়াচ্ছিল, ততই ভিড় বাড়ছিল পোর্ট রোড বাজারে। একদিকে নিষেধাজ্ঞার শুরুর চাপা চিন্তা, অন্যদিকে শেষ সুযোগে কিছুটা কম দামে ইলিশ ঘরে তোলার আনন্দ। এই দুইয়ের মিশ্রণেই জমে উঠেছিল বরিশালের ঐতিহ্যবাহী পোর্ট রোডে ইলিশের মেলা।

মাছ বিক্রেতা মো. ফজলুর রহমান বললেন, নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে রাতভর বেচাকেনা চলছে। পাইকাররা বিভিন্ন জেলা থেকে এসেছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ৫০০ মনের বেশি ইলিশ বিক্রি হয়েছে। একদিনে অন্তত হাজার মণ মাছ বিক্রি হবে।

আড়তদার জহির শিকদার জানালেন, সামনে লক্ষীপূজা থাকায় বাজারে চাহিদা বেড়েছে। দেড় কেজির মাছ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়। তবে হাতে গোনা কয়েকটি মাছ আড়তে উঠেছিল। এক কেজির মাছ দুই হাজার ১০০, ৮০০ গ্রামের মাছ এক হাজার ৮০০, আর ছোট মাছ এক হাজার টাকার মতো।

মৎস্য বিভাগের নির্দেশনা অনুযায়ী, শনিবার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সাগর থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়–বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৮৫ হাজার ১৭৭ জন। এর মধ্যে ৭৫ হাজার ৪৩ জনকে সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।

৮ ঘণ্টা আগে

এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

১১ ঘণ্টা আগে

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে জারি করা সব সতর্ক সংকেত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে

১২ ঘণ্টা আগে

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা

১২ ঘণ্টা আগে