দেশে ছুটি কাটাতে এসে সড়কে প্রাণ ঝরল ৩ প্রবাসী বন্ধুর

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
Thumbnail image
ছবি: সংগৃহীত

সৌদি আরবে থাকতেন তিন জন একেসাথে। ছুটি কাটাতে দেশে ফেরেও একসাথে। দেশে ফিরে বেড়াতে বের হয়ে ঘটে গেল হৃদয়বিদায়ক ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার সড়কে একসাথে ঝরে পড়ল তিন বন্ধুর প্রাণ।

তিন প্রবাসী বন্ধু একসাথে বেড়াতে বের হয়ে চলে গেলেন না ফেরার দেশে। পরিবারের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতি নিয়েই চিরতরে বিদায় নিলেন— লোকমান হোসেন (৩০), তুহিন হাসান (২৮) ও সুমন হোসেন (২৯)।

তারা মাত্র কয়েক মাস আগে এসেছেন ছুটিতে। এর মধ্যে লোকমান মাত্র ১৭ দিন আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বিয়ের মাধ্যমে।

নিহত লোকমান সরাইল উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে, তুহিন একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে, সুমন সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।

গতকাল রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। তাদের মধ্যে ৩ জনই সৌদি আরব প্রবাসী।

জানা গেছে, গতকাল রবিবার (৩ আগস্ট) একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু— সুমন, লোকমান ও তুহিন বেড়াতে যাচ্ছিলেন চান্দুরা এলাকায়। অন্যদিকে, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ছিলেন বিজয়নগরের আকরাম হোসেন ও রংপুরের মনিরুজ্জামান। হঠাৎ দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এমন সময় পেছন থেকে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা দুই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন বন্ধুসহ ৪ জন এবং হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারা যায় আরেকজন। তিন বন্ধু একসঙ্গে কাজ করতেন সৌদি আরবে। ছুটি কাটিয়ে ১০-১৫ দিনের মধ্যেই ফেরার কথা ছিল তাদের। লোকমান মাত্র ১৭ দিন আগে বিয়ে করেছেন। তার স্ত্রী, পরিবার আজ দিশেহারা।

দুর্ঘটনার দিন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার সময় একজন নিহত হন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।

১৩ ঘণ্টা আগে

পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

১৪ ঘণ্টা আগে

জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উসকানি দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়

১৬ ঘণ্টা আগে

রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশে যেখানে আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের একজন দায়িত্বশীল ওসি সাহেবের প্রত্যক্ষ ইন্ধনে সাবেক স্ত্রীর দ্বারা বে-আইনিভাবে নির্যাতনের শিকার হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি

১৭ ঘণ্টা আগে