সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: লে. কর্ণেল ইব্রাহিম

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

“খেলাধুলার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও যুব সমাজকে উজ্জীবিত করতে হবে। সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি।

তিনি আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি কিশোর, তরুণ ও যুবকদের মাঠে ফিরিয়ে আনতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার অঙ্গন বাঁচিয়ে রাখতে পারলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবে না।”

১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ ও গোমতি ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে গোমতি ইউনিয়ন একাদশ ৪-২ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলায় সর্বোচ্চ গোলদাতা হন গোমতি একাদশের আসাদ ভুইয়া, সেরা খেলোয়াড় বেলছড়ি ইউনিয়নের লাদেন ত্রিপুরা এবং সেরা গোলকিপার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সাচিং মগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ স্থানীয় ক্রীড়ামোদী জনতা।

লীগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মাটিরাঙ্গা পৌরসভা ও সাতটি ইউনিয়নসহ মোট আটটি দল অংশ নেয়। গত ২৩ জুলাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১০ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১০ ঘণ্টা আগে

টাঙ্গাইলে সদ্য নিয়োগ পাওয়া আদালতের সরকারি আইন কর্মকর্তা (জিপি) বজলুর রহমান মিয়াকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা।

১০ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ ঘণ্টা আগে