ভোলায় মাইলস্টোন স্কুলের আয়া মাসুমার দাফন সম্পন্ন

প্রতিনিধি
ভোলা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আয়া মাসুমাকে (৩২) ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আজ সকালে তার জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন সম্পন্ন করে তার পরিবার ।

ভোররাতে ঢাকা থেকে মাসুমার মরদেহ পৌঁছায় তার গ্রামের বাড়িতে। তাকে এক নজর দেখতে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ঢল নামে।

গতকাল শনিবার(২৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর টানা পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়া হিসেবে কর্মরত ছিলেন। স্বামী মো. সেলিম রাজধানীর একটি বায়িং হাউজে ড্রাইভার হিসেবে কাজ করেন। ঢাকার তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি।

মাসুমার স্বামী সেলিম বলেন, ‘ঘটনার দিন মাসুমা স্কুলে কর্মরত ছিলেন। পরে আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আমার স্ত্রীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।’

তিনি বলেন, ‘আমার ছোট ছোট দু’টি সন্তান রয়েছে, যাদের মুখের দিকে তাকিয়ে আমি শোকে স্তব্ধ হয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম বাচ্চাদের জন্য হলেও যেন আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দেন। কিন্তু সে আমাকে রেখে চলে গেলো। সবাই তার জন্য দোয়া করবেন।’

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুর-উজ্জামান জানাজায় অংশগ্রহণ করে। জানাজা শেষে তিনি সাংবাদিকদের জানান,উপজেলা প্রশাসন নিহত মাসুমার পরিবারের পাশে আছেন। সব রকম সরকারি সহায়তা তার পরিবারকে দেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব গ্রামের ক্যানেলে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা উভয় আপন চাচাতো ভাই। অন্যদিকে নীলফামারী সদরের কচুকাটা বন্দর পাড়া এলাকায় বালুর ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

৪০ মিনিট আগে

ত্রাণের বিতরণকৃত ১২ শত প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও হাফ কেজি গুড় বিতরণ করেছি

২ ঘণ্টা আগে

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। স্কাউটিং শুধু শৃঙ্খলা নয়, নৈতিকতা, নেতৃত্ব এবং মানবিকতার শিক্ষাও প্রদান করে। আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

২ ঘণ্টা আগে

দুপুর সাড়ে ১২টার সময় পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়

৩ ঘণ্টা আগে