ভাত খাওয়া নিয়ে বাকবিতণ্ডা

মহেশপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

প্রতিনিধি
ঝিনাইদহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন (২১)ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে দুই ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় বড় ভাই উজ্জ্বল হোসেন (২৫) রাগের মাথায় হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জামাল গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভৈরববাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে ছোট ভাই জামালের সঙ্গে কথা কাটাকাটি হয় বড় ভাই উজ্জ্বলের। একপর্যায়ে উজ্জ্বল তার ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করলে সে মারা যায়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খালের পানিতে ডুবে নিখোঁজের চার ঘন্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী নামক এলাকায়।

৯ ঘণ্টা আগে

অবরোধের কারণে খুলনা-ঢাকা মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজারো যানবাহন ও যাত্রীরা।

৯ ঘণ্টা আগে

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড থেকে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

১০ ঘণ্টা আগে

মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন,খবর পেয়ে কুয়াকাটা পৌরসভার আবাসিক এলাকার থেকে পদ্ম গোখরা বিষধর সাপ উদ্ধার করা হয়।

১০ ঘণ্টা আগে