সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজে

প্রকাশ্যে গাঁজা ও অশ্লীলতার ভিডিও ভাইরাল

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: সংগৃহীত

ফেনী দাগনভূঞা "সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজে" এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মহফিল শেষে বিদায়ী শিক্ষার্থীদের একটি অংশের অশালীন কর্মকাণ্ড ঘিরে ব্যাপক সমালোচনা ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে দেখা যায়, কলেজ চত্বরে সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে অশ্লীল গান চালিয়ে শিক্ষার্থীরা অঙ্গভঙ্গি করে নাচছে এবং প্রকাশ্যে গাঁজা ও সিগারেট সেবন করছে।

ঘটনাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। সচেতন মহল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনাকে নিন্দনীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কলঙ্কজনক বলে আখ্যা দেন।

1000101634

ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি সফর আলি সম্রাট জানান, কলেজের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মহফিল দুপুর ১২টার মধ্যেই শেষ হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা নিজেরাই সাউন্ড সিস্টেম এনে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান পরিবেশন শুরু করে।

তিনি জানান, প্রিন্সিপাল বিষয়টি অস্বীকার করলে তিনি নিজেই অনুষ্ঠান বন্ধ করার অনুরোধ জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। ভিডিওটি দেখে তিনি মর্মাহত হয়ে অশালীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুমও একইভাবে দোয়া মহফিল শেষে ক্যাম্পাস ত্যাগ করার কথা জানিয়ে বলেন, ‘রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও দেখে আমি হতবাক হয়েছি। এমন অসংযত আচরণ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করেছে।

1000101637

দাগনভূঞা অ্যাকাডেমির শিক্ষক ও উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন বলেন, ‘এ ধরনের নৈতিক অবক্ষয় আজ দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যাচ্ছে। এর পেছনে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠান—তিনটিই দায়ী। শুধু পরীক্ষার রেজাল্ট নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা দেওয়াটা এখন সময়ের দাবি।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুলকুতের রহমান বলেন, ‘আমরা শুধু দোয়া ও মিলাদ মহফিল আয়োজন করেছি, যা দুপুর ১২টার মধ্যে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সাউন্ড সিস্টেম এনে গান পরিবেশন করে। অশ্লীল গান ও গাঁজা সেবনের বিষয়টি আমি জানতাম না। এখন বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের অভিভাবকসহ ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠে এমন অশালীনতা ও মাদক সেবনের ঘটনায় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার সামিউল (১০) নামে ওই শিশু বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই শিশুর বাবা মো. আনারুল ইসলাম ও মা সাথী বেগম

৯ ঘণ্টা আগে

রোগীবাহি অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে দেওয়া হয়নি কোনো ধরনের যানবাহন। পাবলিক ট্রান্সপোর্ট না থাকার কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। কখনও পায়ে হেঁটে কখনও ভ্যান রিক্সায় তাদেরকে দূর দূরান্তে পৌঁছাতে হচ্ছে

৯ ঘণ্টা আগে

টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমিভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যে কোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়

১০ ঘণ্টা আগে

যাত্রীদের ভোগান্তির দিকে লক্ষ্য করে আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছি। দাবি একটাই, গেজেট বাতিল করে আমাদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা দুই ইউনিয়নবাসী ঘরে ফিরে যাব না

১০ ঘণ্টা আগে