সড়কে শৃঙ্খলা ফেরাতে সৈয়দপুরে এটলাস কসমেটিকস’র রোড ডিভাইডার স্থাপন

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: সংগৃহীত

উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শহর নীলফামারীর সৈয়দপুরে য়ানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। এটলাস কসমেটিকস লিমিটেডের পক্ষ থেকে সৈয়দপুর ট্রাফিক বিভাগকে প্লাস্টিকের ১০ টি রোড ডিভাইডার হস্তান্তর করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) সকালে শহরের পাঁচমাথা মোড় পুলিশ বক্সের সামনে শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কে ৩ টি রোড ডিভাইডার বক্স স্থাপনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন, ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মাহফুজার আলম ও আমিনুল ইসলাম ট্রাফিক বিভাগের সার্জেন্ট সাদেকুর রহমান সুজন, এটলাস কসমেটিকস্ লিমিটেডের সৈয়দপুর ডিপো ম্যানেজার মফিজ খান, সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিন, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেটার জাহিদ আলম, রাসেল ও আরজু হোসেন প্রমুখ।

এটলাস কসমেটিকস লিমিটেডের প্রতিনিধি জাহিদ আলম বলেন, সৈয়দপুর হচ্ছে ব্যস্ততম শহর। এখানে যানবাহন চালকরা ট্রাফিক আইন না মানায় সার্বক্ষণিক যানজট লেগে থাকে। যা সামলাতে ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হয়। ফলে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ যানজট নিরসনে রোড ডিভাইডার দেওয়া খুব জরুরী ছিল। এ অবস্থায় বিষয়টি নজরে আসে এটলাস কসমেটিকস লিমিটেড কর্তৃপক্ষের।

ফলে সৈয়দপুর ট্রাফিক বিভাগকে ১০ টি রোড ডিভাইডার হস্তান্তর করা হয়।

জানতে চাইলে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আমিনুল ইসলাম বলেন, ‘আমি আজই

( ২৬ এপ্রিল) যোগদান করেছি। এসেই ডিভাইডার স্থাপনের বিষয়টি দেখে খুবই ভালো লাগছে। রোড ডিভাইডার স্থাপনে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে জানিয়ে তিনি বলেন, শহরের যানজট নিরসনে যা যা করণীয় সব করা হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর অপতৎপরতা স্থবির হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন শিল্প। ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন,সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযাসহ প্রত্যাশী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

৮ ঘণ্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১০ ঘণ্টা আগে

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১০ ঘণ্টা আগে