যৌথ অভিযানে ২ কোটি টাকার অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবিঃপ্রতিনিধি

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও নিষিদ্ধ সিমফ্রাই জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

আজ মোংলা উপজেলার শাপলা চত্বর মোড়সংলগ্ন মেসার্স হাসান স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানে ওই দোকান থেকে আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি অবৈধ পলিথিন এবং ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৫ লাখ মিটার সিমফ্রাই জাল জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন ও মৎস্য সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এসব সামগ্রী অবৈধ হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের বাগেরহাট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। আর জব্দকৃত সিমফ্রাই জাল পরিবেশবান্ধব উপায়ে আগুনে পুড়িয়ে ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পরে গেছে। এতে কয়েকটি গ্রামের মানুষের চলাচল গত দুইদিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বরিশাল শহরের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

১৫ ঘণ্টা আগে

অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন

২ দিন আগে

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে

২ দিন আগে

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

২ দিন আগে