পার্বত্য মন্ত্রণালয়ের সংবিধান পরিপন্থি প্রস্তাব ও বৈষম্যমূলক বরাদ্দের প্রতিবাদ

প্রতিনিধি
খাগড়াছড়ি
আপডেট : ২৮ জুন ২০২৫, ১৩: ২৯
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবিধান পরিপন্থি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ ২০২৫’প্রণয়নের প্রস্তাব বাতিল ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে সাম্প্রদায়িক বৈষম্যের নিরপেক্ষ তদন্ত করে পুনর্বিন্যাস নিশ্চিত করাসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

শনিবার(২৮ জুন) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দাবি আদায়ের কঠোর আন্দোলনের হুমকি দিয়ে বলেন, ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ ২০২৫’ প্রণয়নের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থি ও উদ্দেশ্যপ্রণোদিত। এই আইনের মাধ্যমে 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী' শব্দটিকে বাদ দিয়ে 'নৃ-বৈচিত্র্য' বা 'জাতি বৈচিত্র্য' শব্দচয়ন চালু করা হচ্ছে যা ভবিষ্যতে আদিবাসী স্বীকৃতির কৌশলগত ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে।

সাংবাদিক সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ,সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান ও খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম রায়হান।

সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়ার অন্তরালে কয়েকজন উপদেষ্টা ও মন্ত্রণালয় এমন সব সিদ্ধান্ত নিচ্ছে, যা একদিকে পার্বত্য চট্টগ্রামের সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীকে আরও বেশি প্রান্তিক করে তুলছে। অন্যদিকে অঞ্চলটির অখণ্ডতা এবং সাংবিধানিক কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করছে।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, এ সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীকে আরও বেশি প্রান্তিক করে তুলছে ও পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা এবং সাংবিধানিক কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করছে। এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত ও একচেটিয়া আইনি কাঠামো ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে জাতিগত বিভেদ, সামাজিক উত্তেজনা ও সাংবিধানিক সংকট ডেকে আনবে।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়.গত ২৩ জুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী "ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০" সংশোধনের প্রস্তাব করেন। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীন চাকমা বলেন, "আমরা আদিবাসী শব্দটি চাই কেবল পরিচয়ের জন্য।" যা সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থি।সংবিধানের ৬(২) অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশের জনগণের স্বীকৃত পরিচয় 'জাতি' নয়, 'বাংলাদেশি'।

সাংবাদিক সম্মেলনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ ২০২৫’ প্রণয়নের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল,৬ জন সদস্যের সবাইকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে মনোনয়নের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থি হওয়ায় তা বাতিল,উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ও সুপ্রদীপ চাকমার বিতর্কিত ভূমিকার জন্য তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে সাম্প্রদায়িক বৈষম্যের নিরপেক্ষ তদন্ত করে পুনর্বিন্যাস নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

লাইট-ফ্যান পেয়ে উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, ‘পাহাড় চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে-নেয়ে হাঁপিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে

১৭ ঘণ্টা আগে

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে প্রায় এক দশক ধরে প্রতি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। উপরন্তু প্রতিদিন চালক, সুপারভাইজার ও সহকারীর ট্রিপ হয় না

১৮ ঘণ্টা আগে

র‍্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল

১৮ ঘণ্টা আগে

১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে

২০ ঘণ্টা আগে