ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে:

রোগী প্রতি বরাদ্দ ১৭৫ টাকা, অথচ মিলছে পচা-বাসি খাবার

রোগীদের দুর্ভোগ চরমে

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে “মেসার্স শিরিন ট্রেডার্স” নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হলেও রোগীরা বলছেন, খাবারের মান অত্যন্ত খারাপ ও পরিমাণেও কম। এমনকি এসব খাবার এতটাই নিম্নমানের যা কিনা মুখে দেওয়ার মতো অবস্থাও নেই।

সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, প্রবেশমুখেই ময়লার স্তূপ। এমনকি শৌচাগার পর্যন্ত ব্যবহারের অনুপযোগী ও কীট-পতঙ্গে ভর্তি। দেয়ালজুড়ে দৃশ্যমান পানের পিকের দাগ।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে যত্রতত্র পড়ে থাকা ব্যবহৃত ওষুধ-পত্র হাসপাতালের অব্যবস্থাপনাকে স্পষ্ট করে ফুটিয়েছে।

এ নিয়ে কথা বলতে গেলে স্থানীয়রা জানান, ইজিপি টেন্ডারে চতুর্থ অবস্থানে থাকা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামানের ছত্রছায়ায় শিরিন ট্রেডার্স কাজটি পেয়ে যায়। ফলে লাখ লাখ টাকার সরকারি বরাদ্দের অপচয় হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

টেন্ডার অনুযায়ী প্রতিদিনের জন্য একজন প্রাপ্তবয়স্ক রোগীর খাবার বাবদ ১৭৫ টাকা বরাদ্দ থাকলেও সকাল, দুপুর ও রাতে দেখা মিলে না পাউরুটি, ডিম, মাছ-মাংস, ভাত, ডাল ও সবজির মতো খাবার যা কিনা সরবরাহ পত্রে উল্লেখ করা রয়েছে।

রোগীরা জানান, সকালে দুইটি বাসি পাউরুটি, একটি সিদ্ধ ডিম ও এক চামচ চিনি খাবার হিসেবে দেওয়া হয়।

তারা বলেন, দুপুরে মাত্র সাড়ে ৭ গ্রাম ওজনের এক টুকরা মাছের সঙ্গে মোটা চালের সামান্য ভাত ও পাতলা ডাল থাকে। অন্যদিকে রাতে দেওয়া হয় দুপুরের অবশিষ্ট বাসি খাবার।

বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার রোগী বকুল বলেন, “চার দিন ধরে হাসপাতালে ভর্তি। পাতলা ডাল, মাছ-মাংসে কোনো স্বাদ নেই। যে ভাত দেয়, গলা দিয়ে নামে না।

মহিলা ওয়ার্ডের রোগী নুরজাহান বেগম বলেন, “খাবারে কোনো মসলা নেই। দুপুরের খাবার খাওয়া গেলেও রাতেরটা মুখে দেওয়া যায় না।”

একই ওয়ার্ডের রোগী মুনতাহানা বেগম জানান, “পেট ভরে না। অতিরিক্ত চাইলে দেয় না। ক্ষুধা নিয়েই থাকতে হয়।”

এদিকে নিখাদ খবরের স্থানীয় প্রতিনিধি জানান, অভিযোগ করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে রোগীরা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারীও জানান, মুখ খুললে চাকরি যাবে—এই ভয়েই চুপ থাকতে হয়।

অভিযোগের বিষয়ে জানতে খাদ্য সরবরাহকারী শাহিনুর ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামানের কাছেও বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তিনি কোনোরকম মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১ ঘণ্টা আগে

টাঙ্গাইলে সদ্য নিয়োগ পাওয়া আদালতের সরকারি আইন কর্মকর্তা (জিপি) বজলুর রহমান মিয়াকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা।

১ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ ঘণ্টা আগে