বরিশাল ব্যুরো
বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের পথ বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ রোববার (২৯ জুন) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
বিক্ষুব্ধরা জানান, বিদ্যালয়ের পেছনের ফটক সংলগ্ন পথটি দীর্ঘদিন থেকে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচলের জন্য ব্যবহার করে আসছিলো। সেখানে হঠাৎ করে আজ রবিবার সকালে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানিফ সর্দার। এতে করে শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পরেছেন।
কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নাজমা বেগম বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
স্থানীয় বাসিন্দা জহির কাজীসহ একাধিক অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পথটি বহুদিন ধরেই শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীদের চলাচলের জন্য উন্মুক্ত ছিল। জনস্বার্থে ব্যবহৃত এমন একটি রাস্তায় বেড়া দেওয়া চরম অমানবিক।
অভিযুক্ত শিক্ষক মো. হানিফ সরদার বলেন, আমি কারো চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি। স্কুলে যাতায়তের জন্য দুই দিক দিয়ে পথ রয়েছে। দুইটি পথই আমার জমির ওপর দিয়ে গেছে। তিনি আরও বলেন, যে পথটিতে বেড়া দেওয়া হয়েছে সেটি আমার ব্যক্তি মালিকানা জমি। সে কারণেই আমি সেখানে বেড়া দিয়েছি।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির বলেন, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বিষয়টি আমাকে অবগত করেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাঘাট ঘটলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের পথ বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ রোববার (২৯ জুন) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
বিক্ষুব্ধরা জানান, বিদ্যালয়ের পেছনের ফটক সংলগ্ন পথটি দীর্ঘদিন থেকে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচলের জন্য ব্যবহার করে আসছিলো। সেখানে হঠাৎ করে আজ রবিবার সকালে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানিফ সর্দার। এতে করে শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পরেছেন।
কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নাজমা বেগম বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
স্থানীয় বাসিন্দা জহির কাজীসহ একাধিক অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পথটি বহুদিন ধরেই শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীদের চলাচলের জন্য উন্মুক্ত ছিল। জনস্বার্থে ব্যবহৃত এমন একটি রাস্তায় বেড়া দেওয়া চরম অমানবিক।
অভিযুক্ত শিক্ষক মো. হানিফ সরদার বলেন, আমি কারো চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি। স্কুলে যাতায়তের জন্য দুই দিক দিয়ে পথ রয়েছে। দুইটি পথই আমার জমির ওপর দিয়ে গেছে। তিনি আরও বলেন, যে পথটিতে বেড়া দেওয়া হয়েছে সেটি আমার ব্যক্তি মালিকানা জমি। সে কারণেই আমি সেখানে বেড়া দিয়েছি।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির বলেন, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বিষয়টি আমাকে অবগত করেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাঘাট ঘটলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লাইট-ফ্যান পেয়ে উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, ‘পাহাড় চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে-নেয়ে হাঁপিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে
৮ ঘণ্টা আগেশ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে প্রায় এক দশক ধরে প্রতি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। উপরন্তু প্রতিদিন চালক, সুপারভাইজার ও সহকারীর ট্রিপ হয় না
৯ ঘণ্টা আগের্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল
৯ ঘণ্টা আগে১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে
১১ ঘণ্টা আগেলাইট-ফ্যান পেয়ে উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, ‘পাহাড় চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে-নেয়ে হাঁপিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে প্রায় এক দশক ধরে প্রতি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। উপরন্তু প্রতিদিন চালক, সুপারভাইজার ও সহকারীর ট্রিপ হয় না
র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল
১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে