মহালছড়িতে ‌’বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর অনির্বাণ

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image

ব্যাপক উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে অনুষ্ঠিত হয়েছে বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মোহাম্মদপুর অনির্বাণ স্পোর্টিং ক্লাব ৪-১ গোলের বিশাল ব্যবধানে মাইসছড়ি জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার (২৪ মে) দুপুর ২ টায় মহালছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

নির্ধারিত সময়ে দুই দল আক্রমণাত্মক খেলা উপহার দেয়। প্রথমার্ধে প্রথম গোল করে খেলার মোড় জিয়া স্মৃতি সংসদ নিয়ন্ত্রণে চলে যায়, পরে অনির্বাণ ক্লাব প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে তিনটি মোট চারটি দৃষ্টিনন্দন গোল করে তারা। জিয়া স্মৃতি সংসদ একটি গোল করলেও তা ম্যাচে কোনো পার্থক্য গড়তে পারেনি।

সুপার মো. কামরুল ইসলাম বলেন, “মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা এবং সৌহার্দ্য গড়ে তোলে।” এছাড়াও তিনি মহালছড়ির ক্রীড়া ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, মো. আবু তালেব, মো. হোসেন বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়

৩৪ মিনিট আগে

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সামাজিক অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়

৪৪ মিনিট আগে

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে ছিল। তাতেই সাঙ্গু নদীর তীরে ধানের রোপনসহ জুমের ফলন ভালো হয়েছে। এবছরে জুমচাষীদের জুমফসল আশানুরূপ হবে বলে জানান তিনি

৩ ঘণ্টা আগে

মাহবুবুল হক পেয়ারা ছিলেন আপাদমস্তক নিবেদিত প্রাণ সাংবাদিক। তাঁর মতো বহুমুখী প্রতিভার অধিকারী মানুষের আজও প্রয়োজন রয়েছে। তিনি শুধু সাংবাদিকই নন, ছিলেন সংগঠক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব এবং সমাজসেবক

৩ ঘণ্টা আগে