মহা তাবু জলসায় সমাপ্ত অ্যাডভেঞ্চার ক্যাম্প

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

“জুলাইয়ের দীপ্তি, অভিযানের শক্তি” স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী আয়োজিত ৪র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্প মহালছড়িতে মহা তাবু জলসার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে খাগড়াছড়ি জেলার মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই মহা তাবু জলসায় স্থানীয় জনগণ, স্কাউট সদস্য ও কর্মকর্তাদের মিলনমেলায় পরিণত হয় সমাপনী অনুষ্ঠান।

বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম অঞ্চল স্কাউটসের পৃষ্ঠপোষক ড. মোঃ জিয়াউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাজমুল ইসলাম পিপিএম, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিভাগের সচিব প্রফেসর ড. একেএম সামছ উদ্দিন আজাদ, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, জেলা শিক্ষা ও আইসিটি এডিসি রুমানা খন্দকার, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, এবং স্কাউটস আঞ্চলিক সম্পাদক এসএম শাহনেওয়াজ আলী মির্জা।

তিন দিনব্যাপী ক্যাম্পে স্কাউট সদস্যরা বিভিন্ন নেতৃত্বমূলক প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ উন্নয়ন এবং দলগত কর্মশালায় অংশ নেন। এছাড়া ক্যাম্প চলাকালীন আউটডোর গেমস, অ্যাডভেঞ্চার ট্রেনিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কাউটদের দক্ষতা বৃদ্ধির আয়োজন করা হয়।

এ সময় স্কাউট সদস্যদের হাতে সার্টিফিকেট এবং স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় মহা তাবু জলসার চিত্তাকর্ষক সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে, যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি স্কাউট সদস্যদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

এই ক্যাম্পকে ঘিরে মহালছড়ি এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে এবং স্থানীয়দের মধ্যে স্কাউটসের বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যাপক সাড়া পড়ে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজধানীর বাসাবোতে বরদেশ্বরী শ্মশানে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

১ ঘণ্টা আগে

নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে

৩ ঘণ্টা আগে

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চীন সরকারের উপহার হিসেবে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন।

৩ ঘণ্টা আগে

অভিযানের সময় স্থানীয় ইব্রাহীম খান (৬৭)-এর বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল

৩ ঘণ্টা আগে