ভাঙনের কবলে খুলনার তেরখাদা
খুলনা

নদীমাতৃক আমাদের এই দেশে নদ-নদী যেমন আশির্বাদ হিসেবে আমাদের পাশে দাঁড়ায় অনুরূপ কখনও এসব নদ-নদীর রুদ্রমূর্তির সঙ্গেও পরিচিত বিশেষত নদী ভাঙন এলাকার মানুষদের। প্রকৃতির কাছেও অসহায় হয়ে পড়া এমনই কিছু জেলার মধ্যে খুলনা অন্যতম।
খুলনার তেরখাদার কোলজুড়ে বয়ে চলা চিত্রা নদী এ অঞ্চলকে করেছে সমৃদ্ধ। তথাপি এই নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন দেখা যায় এ এলাকার মানুষের অসহায়ত্ব। এদিকে এ ভাঙন অসময়ে শুরু হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার সদরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, ডাকবাংলা, থানার বাউন্ডারি পিছনসহ নদীর দুই পাড়ে বসবাসরত অগণিত বাড়িঘর, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এ পানি বাড়ার ফলে হুমকির মধ্যে রয়েছে।
এর আগে বিগত বছরগুলোতে দেখা গেছে চিত্রা নদীতে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে ভাঙন শুরু হয়। কিন্তু চলতি বছর বর্ষা শুরু না হতেই উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর পাড়ের মানুষের মাঝে দেখা দিয়েছে ভাঙ্গন নিয়ে নতুন করে আতঙ্ক। এসময় ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগ ফেলার দাবি স্থানীয়দের। এর আগেও গত কয়েক বছর ধরে চিত্রা নদীর পানি বৃদ্ধির ফলে তীরবর্তী এলাকার দোকান ঘর, মাছের চান্দিনা, গোয়াল ঘরসহ অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এবারও একইরকম অবস্থা দেখা দিয়েছে।
এদিকে এমন ভাঙনের ফলে অল্প কয়েক দিনের মধ্যে পূর্বের মতো এ এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা এম ফরিদ আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রা নদী খনন করার পর পানি বৃদ্ধির পাশপাশি বর্ষা মৌসুম এলেই নদী ভাঙনের কবলে পড়ছে তেরখাদা উপজেলার বিস্তীর্ণ এলাকা। তাদের ভাষ্য, অসময়ের ভাঙনে আতঙ্কে রয়েছেন নদীপারের মানুষ।
নদী পাড় এলাকার মোল্লা মিজানুর রহমান বলেন, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোতের মাত্রা বেড়ে কয়েক গুণ বেড়েছে । তখন ভাঙনের মাত্রাও বৃদ্ধি পায়। সে কারণে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। জরুরি ভিত্তিতে উপজেলা সদর এলাকার শহীদ মুক্তিযোদ্ধাস্মৃতিস্তম্ভ, ডাকবাংলা, থানার বাউন্ডারি পেছন সহ নদী তীরবর্তী এলাকার অনেক স্থানে ভাঙন রোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিও জানান এলাকাবাসী। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো: সেলিম রেজা ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম রেজা খুলনা গেজেটকে ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার হবে।

নদীমাতৃক আমাদের এই দেশে নদ-নদী যেমন আশির্বাদ হিসেবে আমাদের পাশে দাঁড়ায় অনুরূপ কখনও এসব নদ-নদীর রুদ্রমূর্তির সঙ্গেও পরিচিত বিশেষত নদী ভাঙন এলাকার মানুষদের। প্রকৃতির কাছেও অসহায় হয়ে পড়া এমনই কিছু জেলার মধ্যে খুলনা অন্যতম।
খুলনার তেরখাদার কোলজুড়ে বয়ে চলা চিত্রা নদী এ অঞ্চলকে করেছে সমৃদ্ধ। তথাপি এই নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন দেখা যায় এ এলাকার মানুষের অসহায়ত্ব। এদিকে এ ভাঙন অসময়ে শুরু হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার সদরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, ডাকবাংলা, থানার বাউন্ডারি পিছনসহ নদীর দুই পাড়ে বসবাসরত অগণিত বাড়িঘর, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এ পানি বাড়ার ফলে হুমকির মধ্যে রয়েছে।
এর আগে বিগত বছরগুলোতে দেখা গেছে চিত্রা নদীতে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে ভাঙন শুরু হয়। কিন্তু চলতি বছর বর্ষা শুরু না হতেই উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর পাড়ের মানুষের মাঝে দেখা দিয়েছে ভাঙ্গন নিয়ে নতুন করে আতঙ্ক। এসময় ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগ ফেলার দাবি স্থানীয়দের। এর আগেও গত কয়েক বছর ধরে চিত্রা নদীর পানি বৃদ্ধির ফলে তীরবর্তী এলাকার দোকান ঘর, মাছের চান্দিনা, গোয়াল ঘরসহ অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এবারও একইরকম অবস্থা দেখা দিয়েছে।
এদিকে এমন ভাঙনের ফলে অল্প কয়েক দিনের মধ্যে পূর্বের মতো এ এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা এম ফরিদ আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রা নদী খনন করার পর পানি বৃদ্ধির পাশপাশি বর্ষা মৌসুম এলেই নদী ভাঙনের কবলে পড়ছে তেরখাদা উপজেলার বিস্তীর্ণ এলাকা। তাদের ভাষ্য, অসময়ের ভাঙনে আতঙ্কে রয়েছেন নদীপারের মানুষ।
নদী পাড় এলাকার মোল্লা মিজানুর রহমান বলেন, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোতের মাত্রা বেড়ে কয়েক গুণ বেড়েছে । তখন ভাঙনের মাত্রাও বৃদ্ধি পায়। সে কারণে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। জরুরি ভিত্তিতে উপজেলা সদর এলাকার শহীদ মুক্তিযোদ্ধাস্মৃতিস্তম্ভ, ডাকবাংলা, থানার বাউন্ডারি পেছন সহ নদী তীরবর্তী এলাকার অনেক স্থানে ভাঙন রোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিও জানান এলাকাবাসী। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো: সেলিম রেজা ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম রেজা খুলনা গেজেটকে ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার হবে।

রাজধানীতে মোবাইল ব্যবসায়ীরা বন্ধ ঘোষণা করায় ক্রেতাদের জন্য দিনের শুরু থেকেই বিভ্রান্তি ও ভিড়ের সৃষ্টি হয়েছে। বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট, মোতালেব প্লাজা, স্টার্ন প্লাজাসহ বিভিন্ন বাজারে ক্রেতারা মোবাইল কিনতে বা সারাতে এসে ফিরতে বাধ্য হচ্ছেন, কারণ দোকানপাট বন্ধ
৬ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শীতকালীন ছুটি নতুন করে পুনঃনির্ধারণ করেছে
৭ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামে মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে না পেরে মা শাহনাজ বেগম (৫৮) নিজের প্রতিবন্ধী মেয়ে সাজেদাকে (২৬) শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা
৮ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৩ বিজিবি
৯ ঘণ্টা আগেরাজধানীতে মোবাইল ব্যবসায়ীরা বন্ধ ঘোষণা করায় ক্রেতাদের জন্য দিনের শুরু থেকেই বিভ্রান্তি ও ভিড়ের সৃষ্টি হয়েছে। বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট, মোতালেব প্লাজা, স্টার্ন প্লাজাসহ বিভিন্ন বাজারে ক্রেতারা মোবাইল কিনতে বা সারাতে এসে ফিরতে বাধ্য হচ্ছেন, কারণ দোকানপাট বন্ধ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শীতকালীন ছুটি নতুন করে পুনঃনির্ধারণ করেছে
টাঙ্গাইলের সখীপুরে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামে মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে না পেরে মা শাহনাজ বেগম (৫৮) নিজের প্রতিবন্ধী মেয়ে সাজেদাকে (২৬) শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৩ বিজিবি