নগর স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কর্তৃক আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় নির্মিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ২টি ভবন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করেন অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জেহাদী।

ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সন্মেলন কক্ষে ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ ,জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফন নাহার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার সালমান রহমান রাসেল, সিটি কর্পোরেশনের স্ব্যাস্থ্য বিভাগের ইনচার্জ ডাক্তার এইচ.কে দেবনাথ, মসিকের প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, মসিকের প্রকৌশলী জহিরুল হক, সদর উপজেলার প্রকৌশলী ইন্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় সরকার, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঠিকাদার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এসব নগর স্বাস্থ্য সেবাকেন্দ্রে নাগরিকগণ গর্ভবর্তী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা ,প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রদান, পরিবার পরিকল্পনা, নবজাতক ও শিশু সেবা, সংক্রামক ও সাধারণ রোগের চিকিৎসা,টিকা ইত্যাদি সেবা প্রদান করা হবে। এছাড়াও এ স্বাস্থ্য কেন্দ্রের আওতায় কেন্দ্রের পাশ্ববর্তী ৪৮ টি পয়েন্টে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে নাগরিকদের কাছে গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রেল অবরোধের কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনটি কুমিল্লার গুনবতি স্টেশনে ৪০ মিনিট আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসে বেলা ১টা'র দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়

৪৪ মিনিট আগে

বিল্ডিংয়ের মালিক স্থানীয় লোক না। সে কোন কোন রাতে একটি প্রাইভেট কারে আসে, ঘণ্টা দুইয়েক থেকে কেয়ারটেকার ও নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলে চলে যায়। কে এই বিল্ডিং তৈরি করছে নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা কোন কথা বলতে রাজী হয় নি

১ ঘণ্টা আগে

ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে

১ ঘণ্টা আগে

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

১ ঘণ্টা আগে