বন্যাকবলিত পরিবারে ত্রাণ সহায়তা চলমান রেখেছে প্রশাসন ও সেনাবাহিনী

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

কয়েক দিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার বেশ কয়েকটি গ্রামে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। পাহাড়ি ঢলের পানি ও ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এমন দুর্যোগে চরম বিপাকে পড়ছেন সাধারণ পাহাড়ি ও বাঙালিরা। বন্যা ক্ষতিগ্রস্ত অনেক গুলো পরিবার আশ্রয় নিয়েছেন উপজেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে।

খাগড়াছড়ির একমাত্র চেঙ্গী নদীর পানি বেড়ে যাওয়াতে এবং কাপ্তাই হৃদের পানি বিপরীত মুখে আসাতে মহালছড়ির মসজিদ কলোনি, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়া, সিলেটি পাড়া, সাতগরিয়া, সহ বেশ কয়েকটি গ্রামে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠে স্বাভাবিক জনজীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এই গ্রামগুলোর অনেক বাড়ি পানিতে তলিয়ে গেছে।

উপজেলার সিলেটিপাড়া ও মসজিদ কলোনির ১০ টি পরিবারের মোট ৩৫ জন সদস্য মহালছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক খোলা আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বর্ন্যাতদের মাঝে মহালছড়ি উপজেলা প্রশাসন এবং মহালছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক ৩ বেলা খাবার,ঔষধ,বিশুদ্ধ পানি সহ যাবতীয় সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে জরুরি ভিত্তিতে প্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান সহ সেনা জোনের সদস্যরা বোর্ডে করে নিয়মিত পরিদর্শন করে ত্রাণ সহায়তা সহ সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ বিষয়ে মহালছড়ি সেনা জোনের মেজর মোঃ মুস্তাফিজ জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের সেবায় নিয়োজিত সে ধারাবাহিকতা গত কয়েক দিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে মহালছড়ি জোন।এই ধারাবাহিকতা চলমান থাকবে।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে এবং সহায়তা প্রদান করা হচ্ছে নিয়মিত। যারা আশ্রয়কেন্দ্রে এসেছে তাদের সার্বিকভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। উপজেলা কন্ট্রোলরুমে যেকোনো ধরনের সেবা চাইলেই তা দ্রুত পৌঁছে দেয়া হচ্ছে।

কাপ্তাই বাঁধ খুলে দেওয়াতে কিছুটা স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি,কমতে শুরু করেছে গতকাল রাত থেকে। বিশ্লেষক বলছেন দ্রুতই বন্যা কবলিত এলাকা গুলো স্বাভাবিক হয়ে যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে

১৬ মিনিট আগে

পুলিশের নথি ঘেঁটে জানা যায়, লামিয়ার নামে চন্দ্রিমা ও মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে। তার স্বামী শাহাজানের বিরুদ্ধেও রাজশাহীর রাজপাড়া ও চাঁপাইনবাবগঞ্জের থানায় একাধিক মামলা রয়েছে

১ ঘণ্টা আগে

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১৫ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১৫ ঘণ্টা আগে