ফরিদপুরে বাসচাপায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি
ফরিদপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বাসচাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের পর এবার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড ব্রেকার স্থাপনসহ অন্যান্য দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের মেইন রোডে দুর্ঘটনাস্থলে এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয়রা গাছ ফেলে সামাজিকভাবে সড়কে যান চলাচল বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে যান চলাচলের স্বার্থে কর্মসূচি শেষ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,

“এই সড়কে গাড়ির গতির কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। রনি বেগমের মৃত্যু শুধু একটি উদাহরণ। আমরা আর কোনো প্রাণহানি দেখতে চাই না। দ্রুত এই সড়কে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে।”

18.1

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে স্থায়ী স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান।

এর আগে, রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে চারটায় কোদালিয়া এলাকার বাসচাপায় রনি বেগম নিহত হন। ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে ঈশ্বরদী বটতলা এলাকার আটকায় এবং ব্যাপক ভাঙচুর চালায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান,

“ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেলের যাত্রী ও একজন সাধারণ পথচারী তবে মাত্রা অতিরিক্ত গতি অথবা অজ্ঞাত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস

২ ঘণ্টা আগে

খালের পানিতে ডুবে নিখোঁজের চার ঘন্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী নামক এলাকায়।

১৩ ঘণ্টা আগে

অবরোধের কারণে খুলনা-ঢাকা মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজারো যানবাহন ও যাত্রীরা।

১৪ ঘণ্টা আগে

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড থেকে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

১৪ ঘণ্টা আগে