মেলা ২৪ এপ্রিল

লালদীঘির মাঠে জব্বারের বলীখেলা শুক্রবার

প্রতিনিধি
চট্রগাম
Thumbnail image
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে আবারও ফিরছে শতবর্ষের ঐতিহ্য। আসছে শুক্রবার, ২৫ এপ্রিল, অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১৬তম আবদুল জব্বারের বলীখেলা। বরাবরের মতো এবারের আসরও বসবে ঐতিহাসিক লালদীঘি মাঠে।

বলীখেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চট্টগ্রামজুড়ে। তিন দিনের বৈশাখী মেলা শুরু হবে বৃহস্পতিবার, ২৪ এপ্রিল থেকে। মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে স্টল না বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বলীখেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও প্রবর্তক আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলীখেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রামীণফোনের কর্মকর্তারা।

লিখিত বক্তব্যে আয়োজকরা জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আবদুল জব্বার সওদাগরের জীবনী ও অবদানকে তুলে ধরতে নেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে লালদীঘি চত্বরকে তাঁর নামে নামকরণ, বলীখেলা চর্চার একাডেমি প্রতিষ্ঠা, তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার প্রচেষ্টা এবং ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন।

উল্লেখ্য, বকশিরহাটের আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে লালদীঘি মাঠে বলীখেলার সূচনা করেন। তাঁর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তরুণ-যুবকদের মধ্যে দেশপ্রেম ও সাহস জাগানো। সেই কুস্তি প্রতিযোগিতা কালের পরিক্রমায় পরিণত হয়েছে চট্টগ্রামের সবচেয়ে বড় লোকজ উৎসবে। প্রতিবছর ১২ বৈশাখ অনুষ্ঠিত হওয়া এই বলীখেলা এখন শুধু খেলাধুলা নয়- এটি এক ঐতিহ্য, এক সাংস্কৃতিক উত্তরাধিকার, চট্টগ্রামের প্রাণের উৎসব।

শুক্রবার আবারও লালদীঘি মাঠে গর্জে উঠবে বলীদের কলরব, চারদিকে বাজবে ঢাকের শব্দ, আর মেলায় মিলবে নাগরদোলা, খেলনা আর নানা মুখরোচক খাবার। চট্টগ্রামবাসী অপেক্ষায় আছে এই প্রাণের মেলার জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

দেশের গণমাধ্যমকর্মীরা নির্ভয়ে কাজ করতে চায়। সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।” তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান

২৭ মিনিট আগে

এ সময় সচেতন পেশাজীবী গ্রুপ, ইসলামী ব্যাংক সিবিএ ও সচেতন ব্যাংকার সমাজও একই দাবিতে পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে

৪২ মিনিট আগে

গুরুতর আহত ৫ জন কিশোরগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন। বাকী ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেক গবাদী পশু আহত হয়েছে। পশুগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণি সম্পদ দপ্তরের একটি টীম কাজ করছে

৩ ঘণ্টা আগে

মনিরা তার দুই খালাতো বোন আছিয়া ও মাফিয়াকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা স্রোতে তলিয়ে যায়

৩ ঘণ্টা আগে