ফেনী
ভারতের ত্রিপুরায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি হু-হু করে বাড়ছে। ফলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে শুরু করেছে।
সোমবার (২১ জুলাই) সকাল থেকে এসব এলাকার লোকালয়ে নদীর পানি ঢুকতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলের কারণে গত ৮ জুলাই থেকে পরশুরাম ও ফুলগাজীতে নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভাঙন দেখা দেয়। এর মধ্যে ছয়টি ভাঙন স্থানে মেরামত শেষ হলেও ২৮টি স্থানে কাজ এখনও চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গেল বছরের ভয়াবহ বন্যার সময়ও মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে শতাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এরপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বাঁধগুলো মেরামত করা হলেও বছর না ঘুরতেই আবারও সেইসব জায়গায় ভাঙন দেখা দিচ্ছে।
পরশুরামের পশ্চিম অলকার বাসিন্দা সিফাত বলেন, “আমাদের এলাকায় বেশি বৃষ্টি না হলেও ভারতের বৃষ্টির কারণে বাঁধ ভেঙে বারবার পানিতে ডুবছি। এই দুর্ভোগ থেকে কখন মুক্তি পাব, জানি না।”
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান, সোমবার দুপুর ১টার দিকে মুহুরি নদীর পানি বিপৎসীমার মাত্র ১২.২৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন, নদীর পানি দ্রুতই বিপৎসীমা অতিক্রম করবে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফেনীতে মাত্র ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়ছে।
স্থানীয়রা পাউবোর নজরদারির অভাব, অনিয়ম ও দুর্নীতিকে বাঁধ বারবার ভেঙে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন। তাদের দাবি, টেকসইভাবে বাঁধ নির্মাণ না হলে প্রতিবছরই এমন দুর্ভোগ পোহাতে হবে।
ভারতের ত্রিপুরায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি হু-হু করে বাড়ছে। ফলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে শুরু করেছে।
সোমবার (২১ জুলাই) সকাল থেকে এসব এলাকার লোকালয়ে নদীর পানি ঢুকতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলের কারণে গত ৮ জুলাই থেকে পরশুরাম ও ফুলগাজীতে নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভাঙন দেখা দেয়। এর মধ্যে ছয়টি ভাঙন স্থানে মেরামত শেষ হলেও ২৮টি স্থানে কাজ এখনও চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গেল বছরের ভয়াবহ বন্যার সময়ও মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে শতাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এরপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বাঁধগুলো মেরামত করা হলেও বছর না ঘুরতেই আবারও সেইসব জায়গায় ভাঙন দেখা দিচ্ছে।
পরশুরামের পশ্চিম অলকার বাসিন্দা সিফাত বলেন, “আমাদের এলাকায় বেশি বৃষ্টি না হলেও ভারতের বৃষ্টির কারণে বাঁধ ভেঙে বারবার পানিতে ডুবছি। এই দুর্ভোগ থেকে কখন মুক্তি পাব, জানি না।”
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান, সোমবার দুপুর ১টার দিকে মুহুরি নদীর পানি বিপৎসীমার মাত্র ১২.২৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন, নদীর পানি দ্রুতই বিপৎসীমা অতিক্রম করবে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফেনীতে মাত্র ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়ছে।
স্থানীয়রা পাউবোর নজরদারির অভাব, অনিয়ম ও দুর্নীতিকে বাঁধ বারবার ভেঙে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন। তাদের দাবি, টেকসইভাবে বাঁধ নির্মাণ না হলে প্রতিবছরই এমন দুর্ভোগ পোহাতে হবে।
২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলায় চালায়। বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়
১৮ মিনিট আগেভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন
২ ঘণ্টা আগেডাকাত দলের সদস্যরা দুটি শিশুর গলায় ছুরি ধরে বাড়িতে থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা লুটপাট করেছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে
৪ ঘণ্টা আগেফরিদপুর সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া লায়েক মাতুব্বরের মেয়ে তাছলিমা বেগমের বিরুদ্ধে নকল ও জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে
৪ ঘণ্টা আগে২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলায় চালায়। বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়
ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন
ডাকাত দলের সদস্যরা দুটি শিশুর গলায় ছুরি ধরে বাড়িতে থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা লুটপাট করেছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে
ফরিদপুর সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া লায়েক মাতুব্বরের মেয়ে তাছলিমা বেগমের বিরুদ্ধে নকল ও জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে