প্রধান শিক্ষকের কক্ষে তালা

স্কুল কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি গঠন নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় নতুন কমিটির সভাপতির বিরুদ্ধে নানা কুরচিকর অভিযোগ করেন তারা। একইসঙ্গে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার (১৪মে) বেলা ১১টার দিকে বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, গত ৫ মে নিয়ম বহির্ভূতভাবে রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি করা হয়েছে মাহাবুর রহমানকে। তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানায়, জেলা প্রশাসক বরাবর পাঠানো তালিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রথমে রেখে তিনজনের নাম দেওয়া হয়। তালিকার দুই নম্বরে থাকা মাহাবুরকে সভাপতি করা হয়।

গত ৫ আগস্টের পর বিএনপির একটি পক্ষকে ম্যানেজ করে তিনি সভাপতি হয়েছেন। স্থানীয় কয়েকজন প্রভাবশালী মাহাবুরকে সভাপতি করানোর জন্য প্রধান শিক্ষকের ওপর চাপ প্রয়োগ করেন।

শিক্ষার্থীদের একাধিক অভিযোগ জানায়,বিদ্যালয়ের নতুন সভাপতি মাহাবুর রহমানের নৈতিক চরিত্র ভালো নয়। তাকে এ বিদ্যালয়ের সভাপতি করা হলে অনেক মেয়ে শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাবে।

প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন,,কমিটি গঠনের জন্য এলাকার প্রায় ৬০ থেকে ৭০ জন একটি কাগজে স্বাক্ষর করে ইউএনওকে সভাপতি করতে বলে যায়। কিন্তু এলাকার মোস্তাফিজুর রহমান, ছবদুল, রাজ্জাক, খলিল, মিলন মিলে মাহাবুরকে সভাপতি করতে আমাকে জিম্মি করে কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। আমি সেই কাগজই ইউএনও অফিসে জমা দেয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন,প্রধান শিক্ষককে এ বিষয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য বলেছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রেল অবরোধের কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনটি কুমিল্লার গুনবতি স্টেশনে ৪০ মিনিট আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসে বেলা ১টা'র দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়

৩ ঘণ্টা আগে

বিল্ডিংয়ের মালিক স্থানীয় লোক না। সে কোন কোন রাতে একটি প্রাইভেট কারে আসে, ঘণ্টা দুইয়েক থেকে কেয়ারটেকার ও নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলে চলে যায়। কে এই বিল্ডিং তৈরি করছে নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা কোন কথা বলতে রাজী হয় নি

৩ ঘণ্টা আগে

ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে

৪ ঘণ্টা আগে

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

৪ ঘণ্টা আগে