ড্যাবের নির্বাচন: ডাঃ আজিজ -ডাঃ শাকুর প্যানেল পরিচিতি

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: ফাইল

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৫ এর ডাঃ আজিজ -ডাঃ শাকুর প্যানেল এর প্রার্থী পরিচিত সভা আজ ৬ আগস্ট বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ এর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অডিটোরিয়ামে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ড্যাব এর ময়মনসিংহ মেডিকেল কলেজ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত ডাঃ আজিজ --ডাঃ শাকুর প্যানেল পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাব ও বিএমএ এর ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় পরিষদের নির্বাচনে সভাপতি পদ প্রার্থী অধ্যাপক ডাক্তার একেএম আজিজুল হক। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ড্যাবের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি প্রার্থী ডাঃ সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডাঃ তৌহিদুল ইসলাম জন ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডাঃ আবু মোঃ আহসান ফিরোজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব নেতা ডাঃ মুহাম্মদ ইসহাক। এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ জাকির হোসেন জিকু, ডাঃ তোফায়েল উদ্দিন আহমেদ, ডাঃ আতিক সারওয়ার, ডাঃ মাজহারুল আমিন, ডাঃ আব্দুল্লাহেল হেল ওয়াসি,ডাঃ আল্লামা ইকবাল,ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ শেখ বসির উদ্দিন, ডাঃ আরমান কায়সার প্রমুখ।

স্বাগত বক্তব্য প্রমুখ ডাঃ পারভেজ শামস। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা শেষে কেক কেটে ড্যাবের ৪৪ তম জন্মদিন পালন করা হয়। আগামী ৯ আগস্ট শনিবার ড্যাবের কেন্দ্রীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ী এলাকার সতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে

৫ মিনিট আগে

দীর্ঘদিন ধরে একটি চক্র রামগড়ের পাহাড়ী এলাকায় অবৈধ এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলানো হতো এতে করে কৃষিজমি ও পরিবেশ, জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতি করে আসছিলেন

১৪ মিনিট আগে

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রকৃত কারণ পরবর্তী সময়ে জানতে পারব

২৩ মিনিট আগে

ব্যবসায়ীরা শ্রমিকরা বলছেন মালবাহী ট্রেন ব্যবস্থাপনার জন্য ট্রেন প্রতি মোটা অঙ্কের ঘুষ দিতে হচ্ছে কর্মকর্তাদের। তারা আরও জানান ১০ থেকে ১৫ হাজার টাকার বালু ১০ চাকার ট্রাকে ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়ায় পরিবহণ করতে গুনতে হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। অনেক সময় ট্রাক পাওয়া যায়

৩২ মিনিট আগে