সৈয়দপুরে যানজট নিরসনে কাজে আসছে বাঁশের ডিভাইডার

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাঁশের ডিভাইডার, বেশ কাজে এসেছে। এতে করে যানবাহনগুলো আর যত্রতত্র দাঁড়িয়ে যানজট সৃষ্টি করতে পারছে না। যানবাহনের জটলাও কমেছে। এসব কথা বললেন, নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা সাকিদুল ইসলাম। তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে সৈয়দপুরের ট্র্যাফিক পুলিশ নড়েচড়ে বসেছে। সড়কে সড়কে বসিয়েছে ডিভাইডার। ওই ডিভাইডারগুলোকে আবার বাঁশ দিয়ে যুক্ত করা হয়েছে। যাতে যানবাহনগুলো শৃঙ্খলা ভঙ্গ না করতে পারে।

শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কের ব্যবসায়ী মনার সাথে কথা হয়। তিনি বলেন, এ এলাকার ব্যবসায়ীরা যানজটের কারণে অস্থির হয়ে পড়েছিলেন। আমাদের বেচাকেনা লাটে উঠেছিলো। বর্তমানে সড়কে ডিভাইডার স্থাপন করায় স্বতি ফিরে এসেছে। কোনো যানবাহন আর দাঁড়াতে পারছে না, করতে পারছে না কোনো যানজট। মালামাল উঠানামাও বন্ধ হয়ে গেছে সড়কে।

শহরের মদিনা মোড় এলাকার রিকশাচালক হববর রহমান বলেন, ঘাটাত বাঁশ ডুবি দিয়া (সড়কে বাঁশ দিয়ে) ভালো কাম হইছে। পুলিশের এতদিন পর দেশি বুদ্ধি কাজত নাগাইছে। কাহো ইসকা (রিকশা) অটোর জটলা পাকের পায়ছে না।

শহরের শহিদ যা. জিকরুল হক সড়কের মদিনা মোড়, পাঁচমাথা মোড়, রংপুর রোড, পুলিশ বক্সের কাছে বিমানবন্দর সড়ক, তামান্না মোড় এলাকা, সৈয়দপুর প্লাজার সন্নিকটে ঘুমটি এলাকাসহ বিভিন্ন স্থানে বাঁশের ডিভাইডার স্থাপন করা হয়েছে। ফলে যানবাহনগুলো সারিবদ্ধভাবে চলাচল করছে এবং সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে।

এ ব্যাপারে সৈয়দপুর ট্র্যাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মাহফুজ আলমের সাথে কথা হয়। তিনি বলেন, আমেদের ডিপার্টমেন্টে দুইজন পরিদর্শকসহ ২৮ জন ফোর্স কর্মরত আছেন। এছাড়াও পৌরসভার চারজন স্বেচ্ছাসেবীও কাজ করেন। গড়ে প্রতিদিন আমাদের ১৭ ঘণ্টা ডিউটি করতে হয়। এ সামান্য জনবল দিয়ে ৩০ হাজারের বেশি যানবাহন ও যানজট নিয়ন্ত্রণ করতে হয়। সৈয়দপুর শহরটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় পৌরসভার বাইরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত বিভিন্ন শ্রেণির যানবাহন শহরে প্রবেশ করে। ফলে শহরে যানজটের চাপ বাড়তে থাকে। আমরা প্রশাসন ও পৌরসভার সহায়তায় গত ২৭ সেপ্টেম্বর থেকে ফুটপাথের অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাথ দখলমুক্ত করেছি। এরপর ডিভাইডার স্থাপন করা হয়েছে। যানজট নিরসনেএ অবস্থা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী বলেন, শহরের যানজট নিরসনে নানামুখী পদক্ষেপের গ্রহণ করা হয়েছে। ট্র্যাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন। যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।

৮ ঘণ্টা আগে

এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

১১ ঘণ্টা আগে

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে জারি করা সব সতর্ক সংকেত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে

১২ ঘণ্টা আগে

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা

১২ ঘণ্টা আগে