দোকান দখল করে তালাবদ্ধ রাখার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড় শহরের মেডিসিন রোডে সরকারের খাস জমিতে বাৎসরিক অনুমোদন নিয়ে দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে আসা পাঁচজন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতিষ্ঠান দখল ও লুটপাটের অভিযোগ করেছেন প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এ ভুক্তভোগীরা বুধবার (২২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর এলাকার পাটোয়ারী পাড়ায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেন। একই সাথে ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা ও চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন।

এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৫ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুল আলম।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন, ভুক্তভোগী আলী, মফিজুল ইসলাম, মোজাম্মেল হক, তবিবর রহমান ও আরিফ হোসেন ১৯৯০ সাল থেকে পঞ্চগড় শহরের মেডিসিন রোডে সরকারের খাস জমিতে বাৎসরিক অনুমোদন নিয়ে দোকানঘর নির্মাণ করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় প্রভাবশালী ওবায়দুল হক জারিনের নেতৃত্বে ৫০ জনেরও বেশি ভাড়াটে সন্ত্রাসী তাদের দোকানে হামলা চালিয়ে মালামাল লুটপাট করে এবং জোরপূর্বক দোকান থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। পরে বিষয়টি আইনগতভাবে সমাধানের চেষ্টা করলে ওই প্রভাবশালী মহল তাদের হুমকি ও ভয়ভীতি দেখায়। বর্তমানে দোকানগুলো বন্ধ থাকায় তারা প্রায় দেড় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আছেন এবং প্রায় দুই কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর ফলে তারা ব্যাংক ঋণের কিস্তিও পরিশোধ করতে পারছেন না, পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, এমনকি সন্তানদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।

এদিকে, ঘটনার প্রায় তিন সপ্তাহ পর ৮ অক্টোবর জেলা প্রশাসক বরাবর দোকান ঘর খুলে দেওয়া ও লাইসেন্স প্রদানের আবেদন করেন ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী। আবেদনে তারা উল্লেখ করেন, ২৩ সেপ্টেম্বর ভূমি অফিসে শুনানির সময় প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তা সত্ত্বেও প্রভাবশালী পক্ষ অবৈধভাবে তাদের দোকান দখল করে রেখেছে।

ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে দ্রুত দোকানের তালা খুলে দেওয়া, ব্যবসা পুনরায় চালুর সুযোগ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের" প্রধান ফটকের কাছে প্রকাশ্যেই নিষিদ্ধ মাদক হিরোইন ও ইয়াবা বিক্রি করছে। শহরের যুবসমাজ প্রধান ক্রেতা

১ ঘণ্টা আগে

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিয়োগ বোর্ডে নীতিমালা বহির্ভূত স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে ১৪টি পদে পাতানো নিয়োগ বোর্ড করার অভিযোগ

১৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কের প্রাইউড কারখানার পাশে আটোরিকশার ধাক্কায় শেফালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে

১৪ ঘণ্টা আগে

বাংলাবান্ধা সীমান্তে উদ্বোধন করা হয়েছে দেশের সর্বোচ্চতম পতাকা স্ট্যান্ড। আনুষ্ঠানিকভাবে উড়ানো হয়েছে লাল সবুজের পতাকা। সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় এখন নিয়মিত উড়বে রক্তে অর্জিত গৌরবের পতাকা

১৫ ঘণ্টা আগে