জামালপুর
জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছেন ইকবাল হোসেন নামে এক গণঅধিকার পরিষদ নেতা। রবিবার (২৭ জুলাই) সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার (২৫ জুলাই) দুপুরে গণঅধিকার পরিষদ নেতা মো. ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গণঅধিকার পরিষদ নেতা মো. ইকবাল হোসেন জামালপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন জামালপুর-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ মামলায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, তার দুই ছেলে এএসএম রাইসুল হাসান, এএসএম রাকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ, সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে একটি মামলাটি করা হয়েছে।
মামলায় বলা হয়, ২০২১ সালে ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে জামালপুর গণঅধিকার পরিষদ জেলা শাখা ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যায়। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুর হুকুমে গণঅধিকার পরিষদের কর্মসূচি প্রতিহতের নির্দেশ দেন। সেই নির্দেশে মো. সাকিব খন্দকারসহ আরও অজ্ঞাত ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর এলোপাথাড়ি হামলা চালায়।
এ সময় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আল মাহমুদ ও সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আরও ১৫০/২৫০ জন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে অনেক নেতা-কর্মী আহত হয়।
মামলার বিষয়ে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো.ইকবাল হোসেন বলেন, ‘২০২১ সালে বিজয় দিবসে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়। এ সময় স্বৈরচার আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করে। এতে অনেক নেতা-কর্মী আহত হয়। এর আগেও অনেক হামলার ঘটনা ঘটেছে। আমার বাড়িতেও হামলা হয়েছে। সেই সময় মামলা করতে পারি নাই।’
এ বিষয়ে সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলা তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছেন ইকবাল হোসেন নামে এক গণঅধিকার পরিষদ নেতা। রবিবার (২৭ জুলাই) সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার (২৫ জুলাই) দুপুরে গণঅধিকার পরিষদ নেতা মো. ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গণঅধিকার পরিষদ নেতা মো. ইকবাল হোসেন জামালপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন জামালপুর-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ মামলায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, তার দুই ছেলে এএসএম রাইসুল হাসান, এএসএম রাকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ, সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে একটি মামলাটি করা হয়েছে।
মামলায় বলা হয়, ২০২১ সালে ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে জামালপুর গণঅধিকার পরিষদ জেলা শাখা ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যায়। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুর হুকুমে গণঅধিকার পরিষদের কর্মসূচি প্রতিহতের নির্দেশ দেন। সেই নির্দেশে মো. সাকিব খন্দকারসহ আরও অজ্ঞাত ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর এলোপাথাড়ি হামলা চালায়।
এ সময় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আল মাহমুদ ও সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আরও ১৫০/২৫০ জন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে অনেক নেতা-কর্মী আহত হয়।
মামলার বিষয়ে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো.ইকবাল হোসেন বলেন, ‘২০২১ সালে বিজয় দিবসে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়। এ সময় স্বৈরচার আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করে। এতে অনেক নেতা-কর্মী আহত হয়। এর আগেও অনেক হামলার ঘটনা ঘটেছে। আমার বাড়িতেও হামলা হয়েছে। সেই সময় মামলা করতে পারি নাই।’
এ বিষয়ে সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলা তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
রোববার (২৭ জুলাই) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী
২২ মিনিট আগেসন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে
১ ঘণ্টা আগেবুধবার (৩০ জুলাই) থেকে দেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় ঢাকায় বৃষ্টি কমতে পারে
২ ঘণ্টা আগেফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগেরোববার (২৭ জুলাই) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী
সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে
বুধবার (৩০ জুলাই) থেকে দেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় ঢাকায় বৃষ্টি কমতে পারে
ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।