৪৮ কৃতী শিক্ষার্থীকে বৃত্তির চেক বিতরণ

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরে ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে জেলা পরিষদের হল রুমে ২০২৪-২৫ অর্থ বছরের এ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনুভা ইসলামের সঞ্চালনায় শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, এ বৃত্তি শুধু একটি আর্থিক সহায়তা নয়, আমি মনে করি, এ চেকপ্রাপ্তি শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস বাড়াবে, প্রেরণা যুগাবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আশাবাদী, এই কৃতী শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে সরকারিভাবে এ শিক্ষাবৃত্তির চেক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের মধ্যে আমরা আজ ৪ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করলাম। এ শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দুবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যেসব আবেদন জমা পড়েছিল, যাচাই-বাছাই করে ৪৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হলো।

পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের হাতে যেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না যায়। এক্ষেত্রে অভিভাবকদের কঠোর হতে হবে। যদি শিক্ষার জন্য মোবাইল প্রয়োজন হয় তবে যেন তারা সতর্ক থাকেন। মোবাইলের একান্ত প্রয়োজন হলে, যদি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হয় তবে বাটন ফোন কিনে দেবেন। এই এন্ড্রয়েড মোবাইল ফোনই যেন আপনার সন্তানের ক্ষতির কারণ না হয়, সেদিকে সবারই দৃষ্টি দেওয়া প্রয়োজন।

শিক্ষাবৃত্তির চেক পেয়ে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন অভিভাবক আজহার আলী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহত ও নিহতদের সংগঠনের যুগ্ম মুখ্য সচিব অম্লাল সরকার, সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স প্রথম বর্ষ রাষ্ট্র বিজ্ঞানের কৃতী শিক্ষার্থী সাদিয়া আক্তার, জামালপুর ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মো. মিজানুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া রহমান।

জেলা পরিষদ সূত্র জানায়, জেলার বিভিন্ন কলেজের ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ ৮০ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। প্রতিজনকে দেওয়া হয় ১০ হাজার টাকা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, ফুলগাজী ও পরশুরামে মোট ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে প্রায় দেড় শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন।

৪ মিনিট আগে

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

১ ঘণ্টা আগে

পাহাড়ি ঢলের পানি ও ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। হঠাৎ করে এমন দুর্যোগে চরম বিপাকে পড়েছেন সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগণ।

১ ঘণ্টা আগে