জামালপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরের আত্বহত্যা

প্রতিনিধি
জামালপুর
আপডেট : ১৭ মে ২০২৫, ১০: ৪৬
Thumbnail image

বেড়ে উঠার আগেই নিজের জীবনের ভুল গুলো স্বীকার করে অনুত্তপ্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন এক এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আপন।

সে বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। মৃত্যুর আগে দুই পৃষ্ঠার একটি চিরকুট লিখে গেছে সে।

চিরকুটে সে লিখেছে, শুরুতেই বলি আব্বা সালাম নিবেন। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমি আপনাদের অনেক ক্ষতি করেছি, আপনাদের সঙ্গে খারাপ আচরণ করেছি। আমি ছোট থেকেই অনেক খারাপ, নিজেকে কখনও ভালো করতে পারি নাই। বাবার কথা রাখতে পারি নাই, বাবার মনে অনেক কষ্ট দিয়েছি। বাবা আপনার পা দুটি ধরে মাফ চাইতে পারলাম না। আপনি আমাকে মাফ করে দিয়েন। আর মা তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আমাকে অনেক বুঝাতে কিন্তু ভালো হতে পারলাম না। আর দাদার কথা কি বলব, সে তো আমার জন্য নিজের সম্মানটুকুও হারিয়েছে।

আমার জন্য অনেক কিছু করেছে। কিন্তু আমি কেন ভালো হতে পারলাম না। আচ্ছা আমি সবার মনে কষ্ট দিয়েছি আপনারা আমাকে মাফ করে দিয়েন। বন্ধু তোদের সঙ্গে কত আড্ডা দিতাম, কত মজা করতাম, তোরা আমার কথায় কিছু মনে করিস না। আমার কবরে মাটি দিতে আসিস।

আমার কাছে কেউ টাকা পেয়ে থাকলে আমাকে মাফ করে দিয়েন। আমি ভালো হতে পারলাম না। তাই নিজেই দুনিয়া থেকে চলে গেলাম। আপনারা ভালো থাকেন। আপনাদের খারাপ সন্তান আর নেই। বন্ধু তোরা কিন্তু আসিস আমার জানাজায়। ইতি- আপনাদের খারাপ ছেলে আপন।

আপনের ছোট বোন আছিয়া জানান, বাবা ইটভাটায় কাজ করে। আর মা সুতার মেলে কাজ করেই সংসার চালায়। আপন রাতে ভাত খেয়ে আমাকে দাদীর কাছে পাঠিয়ে দেয়। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরই মা কাজে ফিরে বাড়িতে এসে আপনকে ডাকাডাকি করে। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ডুকে। পরে দেখে আপন গলায় ফাঁসি দিয়ে ঝুলছে। ওর কাছেই চিঠিটি ছিল। এলাকাবাসী সরিষাবাড়ি থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সরিষাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। চিরকুটে আত্মহত্যার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ঘটনাস্থলে পুলিশ আসার পূর্বেই সারোয়ারের লোক এসে তাকেসহ তামান্নাকে জোর করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় । ঘটনাটিকে ধামাচাপা দিতে চরগাজী ইউনিয়ন বিএনপির দু'গ্রুপের মধ্যে চলছে উত্তেজনা

১ ঘণ্টা আগে

সকাল ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ

১ ঘণ্টা আগে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু করা হচ্ছে

২ ঘণ্টা আগে

ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

৪ ঘণ্টা আগে