বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস এখন সহনীয়

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
প্রতীকী ছবি

সোমবার (২১ এপ্রিল) সকাল থেকেই রাজধানী ঢাকার কিছু এলাকায় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে নগরবাসীর জন্য। এর প্রভাব পড়েছে শহরের বায়ুমানে। টানা কয়েকদিন বিশ্বের দূষিত শহরের শীর্ষ তালিকায় থাকা ঢাকার অবস্থান এখন অনেকটাই উন্নত।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার একিউআই (Air Quality Index) স্কোর ছিল ৫৭—যা ‘সহনীয়’ (Moderate) পর্যায়ে পড়ে। বিশ্বের ১১৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এখন ৪৮তম, যা আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।

অন্যদিকে, একই সময়ে ভারতের রাজধানী দিল্লি একিউআই স্কোর ১৭১ নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। দিল্লির বাতাসকে আইকিউএয়ার ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার স্কোর ১৫৯, আর তৃতীয় স্থানে আছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৫৩।

একিউআই স্কেল কী বলছে?

আইকিউএয়ারের একিউআই স্কেল অনুযায়ী-

* ০-৫০: ভালো

* ৫১-১০০: সহনীয়/মাঝারি

* ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

* ১৫১-২০০: অস্বাস্থ্যকর

* ২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর

* ৩০১-এর বেশি: বিপজ্জনক/দুর্যোগপূর্ণ

অর্থাৎ, ঢাকার বর্তমান স্কোর ৫৭ হলেও এটি এখনও ‘ভালো’ পর্যায়ে নয়, বরং ‘সহনীয়’। তবে গেলো সপ্তাহের তুলনায় এটি স্বস্তিদায়ক।

বাংলাদেশে বায়ুমানের হিসাব নির্ধারণ করা হয় পাঁচটি দূষণ উপাদানের ভিত্তিতে:

পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)। এসব উপাদানের মাত্রা বেড়ে গেলে বাতাসের গুণমান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা ও শিল্পকারখানার বর্জ্য ঢাকার বায়ুদূষণের মূল কারণ। শীতকালে এই দূষণ আরও বেড়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেন স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাতাস এখনও ঝুঁকিমুক্ত নয়। শহরে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের বাড়ির বাইরে অপ্রয়োজনে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বাইরে গেলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা উচিত বলেও মত দিয়েছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, বায়ুদূষণ মোকাবেলায় ঢাকায় সবুজায়ন বাড়ানো, গাছ লাগানো, ইটভাটার নিয়ন্ত্রণ, এবং পরিবেশবান্ধব গণপরিবহন চালুর মতো টেকসই উদ্যোগ প্রয়োজন। বৃষ্টির কারণে আজকের বাতাস কিছুটা সহনীয় হলেও, দীর্ঘমেয়াদে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে প্রয়োজন পরিকল্পিত নগরায়ণ এবং কঠোর পরিবেশনীতি।

প্রতিদিনের বায়ুমানের এমন ওঠানামা আমাদের মনে করিয়ে দেয়—পরিবেশ সুরক্ষা আর বিলাসিতা নয়, বরং টিকে থাকার প্রধান শর্ত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

সন্তু লারমার জেএসএস ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের আধিপত্য বিস্তারে ঝুঁকির মুখে পড়েছে দেশের অন্যতম পর্যটক কেন্দ্র সাজেক।সাজেকে পর্যটকবাহী ও পণ্যবাহী গাড়ী যেতে বাধা দেওয়া হচ্ছে। চালককে মারধরে ঘটনা ঘটছে।

১৩ ঘণ্টা আগে

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত থেকে আজ শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি।

১৪ ঘণ্টা আগে

প্রেমের প্রস্তারে রাজী না হওয়ায় গায়ে কেরোসিন ঢেলে সানজিদা আক্তার তুলি নামে (১৭) তালার এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার রাতে মৃতের বাবা কামরুল ইসলাম মোড়ল বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তালা থানা থানায় মামলা করেন।

১৪ ঘণ্টা আগে

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগে পূর্ব শত্রুতার জেরে বাদশা মোল্লার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

১৫ ঘণ্টা আগে