হুমকির মুখে দক্ষিণের ৫ নদীর জীববৈচিত্র্য

তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য

প্রতিনিধি
সুখেন্দু এদবর
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩১
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার তালতলীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এখন যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র, বনাঞ্চল ও মৎস্য সম্পদের ক্ষতি নিয়ে শঙ্কিত উপকূলের বাসিন্দারা।

পরিবেশবাদীরা বলছেন, কয়লা থেকে কার্বন-ডাই-অক্সাইড, বিষাক্ত সালফার, সীসা ও ভারী ধাতু নির্গমনের ফলে ভবিষ্যতে বিদ্যুৎকেন্দ্রের আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তবে কর্তৃপক্ষের দাবি, পরিবেশের ক্ষতি না করেই নির্মাণ করা হয়েছে বিদ্যুৎকেন্দ্র।

শুরুতে এ প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে কর্মসংস্থান ও উন্নয়নের আশা জাগলেও বর্তমানে সেটি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর আতঙ্কে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বিদ্যুৎকেন্দ্র চালুর পর থেকেই ধূলিকণার সাথে বিষাক্ত উপাদান মিশে ছড়িয়ে পড়ছে চারপাশে।

সরেজমিন দেখা গেছে, বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য পায়রা ও বিষখালী নদীতে গিয়ে মিশছে, ফলে পানির গুণগত মান মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের অধ্যাপক মীর আলী বলেন, কয়লাভিত্তিক কেন্দ্র থেকে নির্গত অ্যালুমিনিয়াম, মিথেন, সালফার-ডাই-অক্সাইডসহ ভারী ধাতু নদী ও সাগরের পানিকে দূষিত করছে। এর ফলে ইলিশসহ মূল্যবান জলজ সম্পদ হুমকির মুখে।

ওয়াটারর্স কিপার বাংলাদেশ এর আমতলী ও তালতলী উপজেলার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের পর থেকে এই অঞ্চলের নদ-নদীতে আগের তুলনায় অনেক কম পরিমান মাছ পাওয়া যাচ্ছে। এতে করে অনেক জেলেই পেশা বদল করতে বাধ্য হচ্ছে। এই এলাকার পরিবেশ উপর বিরূপ প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে।

বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম এর সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী বলেন, কলাপাড়ায় মেগা প্রকল্পের কারণে ইলিশ প্রজননসহ প্রাণ-প্রকৃতিরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইনদের ২৩৯ বছরের পুরোনো ছয়ানীপাড়া পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুরুল আমিন বলেন, কয়লা থেকে যে সালফার নি:সরণ হবে সেটি পরিবেশের জন্য মারাক্তক ক্ষতিকর হবে। বিশেষ করে দ্বিতীয় সুন্দরবন খ্যাত টেংরাগিরি বনের জীববৈচিত্র ও বন ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া বলেন, যন্ত্রপাতি না থাকায় পানির প্যারামিটার টেস্ট করা সম্ভব হচ্ছেনা। আশা করি শিগ্রই এই সমস্যার সমাধান হবে।

এবিষয়ে আলাপকালে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, পানির গুণগত মান পরীক্ষার যন্ত্রপাতি নষ্ট থাকায় ল্যাবটি দীর্ঘদিন বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যন্ত্রপাতিগুলো চলে আসলে অচিরেই আমরা ল্যাবটি চালু করে বরিশাল বিভাগের বিভিন্ন পয়েন্টের পানি এনে গুণগত মান পরীক্ষা শুরু করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

ন্যাশনাল ব্যাংক বুড়িমারী শাখার আয়োজনে ব্যাংক ভবনে এ তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক বুড়িমারী শাখার প্রিন্সিপাল অফিসার সুজাহ আলী

১ ঘণ্টা আগে

স্বামীর সাথে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নববধূকে মৃত বলে ঘোষণা করেন

২ ঘণ্টা আগে

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে স্থানীয়রা খিড়াই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়

৩ ঘণ্টা আগে

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা

৪ ঘণ্টা আগে