সবুজের শপথে মোংলা বন্দর

কৃষ্ণচূড়া রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বন্দর চেয়ারম্যান

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

লোনা পানি আর ধূসর মাটির উপকূল পেতে চলেছে সবুজের ছোঁয়া। প্রাকৃতিক দুর্যোগের সাথে টেকসই লড়াইয়ে নব দিগন্ত যুক্ত করতে চলেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। চলতি বছরেই লাগানো হবে প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) কৃষ্ণচূড়া রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। তার সাথে ফুলের চারা রোপণ করেন বন্দরের সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) ।

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান এদিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বন্দরের বৃক্ষরোপন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, “মোংলা বন্দর উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবসময় থেকেই যায়। এমন প্রেক্ষাপটে গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রাকৃতিক ঢাল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এই অনুষ্ঠানে বন্দরের পরিচালক (বোর্ড), হারবার মাস্টার, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), প্রধান হাইড্রোগ্রাফার, পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোংলা সমুদ্রের তীরবর্তী এলাকা এবং যার কারণে লবণের অত্যাধিক্য বেশি। প্রতিনিয়ত এই উপকূলীয় অঞ্চলে সবুজ গাছপালার পরিমাণ কমছে । নতুন করে এই লাগানো গাছ ছায়া আর অক্সিজেন জোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ গাছের চারা বিতরণের এক অনন্য উদ্যোগ গ্রহণ পরবর্তী বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

৬ ঘণ্টা আগে

কেন্দ্রীয় বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৭ ঘণ্টা আগে

প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ চাকমা রিংকু বলেন,৫ আগস্টের পর খাগড়াছড়িতে বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। বসন্তের কোকিলদের দেখা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ঘাপটি মেরে থাকা একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।

৭ ঘণ্টা আগে

২০ বছর ধরে বরিশাল জিলা স্কুলের জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসকের হস্তক্ষেপে এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

৭ ঘণ্টা আগে