বর্ষাকালে তীব্র গরমে পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

উত্তরের জেলা পঞ্চগড়ে সব এলাকার থেকে আগে সেই দেশে এবং পরে শীত যায়। তবে উত্তরের এ জেলাটিতে বর্ষার সকালে দেখা মিলেছে ঘন কুয়াশার। গত ৪০-৫০ বছরেও এমন দিনে কুয়াশার দেখা মেলেনি বলে দাবি স্থানীয় মানুষজনের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করছেন অনেকে। বুধবার (২৩ জুলাই) ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পথঘাট। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গত রাত থেকে জেলার সড়ক মহাসড়ক গুলোতে হালকা পরিমাণে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণও বাড়তে থাকে। ভোরবেলা বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা।

বুধবার (২৩ জুলাই) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে, সকাল ৬ টাতে একই তাপমাত্রায় রেকর্ড করা হয়। দিনের বেলায় ৩২ থেকে ৩৫ ডিগ্রি এবং রাতের বেলায় ২৫ থেকে ২৭ ডিগ্রিতে উঠানামা করছে জেলার তাপমাত্রা।

8

বুধবার (২৩ জুলাই) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালের কুয়াশায় ঘাস ও ক্ষেতের ওপর শিশির বিন্দুতে শীতকালের আবহ দেখে অবাক হয়েছেন পঞ্চগড়ের স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে অন্যরকম সকাল উপভোগ করেছেন তারা। তবে বেলা বাড়ার সাথে সাথে ঝলমলে রোদের দেখা মিলেছে। সেই সঙ্গে তাপমাত্রা বেড়ে গিয়ে বেশ গরম অনুভূত হচ্ছে উত্তরের এ জেলায়।

পঞ্চগড় সদর উপজেলার কৃষক সহিদ আলী জানান,

ভোরবেলা যখন ঘুম থেকে উঠি চারিদিকে খুব ঘন কুয়াশা দেখতে পাই। অন্যান্য সময়ে বর্ষাকালে এমন দৃশ্য দেখা যেত না। তবে আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি বর্ষাকালে কুয়াশা দেখা গেলে নাকি বৃষ্টির সম্ভাবনা কমে যায়। গত কিছুদিন ধারে বৃষ্টির অভাবে ভালোভাবে রোপা আমন লাগাতে পারছি না। বৃষ্টির খুবই প্রয়োজন।

জেলা শহরের ইজিবাইক চালক শাহিন ইসলাম বলেন, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি চারদিক কুয়াশায় ঢেকে গেছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে অথচ ভ্যাপসা গরমও রয়েছে। বর্ষাকালে এমন কুয়াশা আগে চোখে পড়েনি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, রাতের তাপমাত্রা কমে গেছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। সেই সঙ্গে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে। রাতের সাথে দিনের তাপমাত্রা ৭-৮ ডিগ্রি পার্থক্য ছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। বিএনপির লালু মেম্বার ও যুবদল নেতা মোছাদ্দেক এর অনুসারীদের মধ্য এ সংঘর্ষ বাঁধে।

৫ ঘণ্টা আগে

ভোলার চরফ্যাশন উপজেলা চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতিসহ দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে অস্ত্রধারী আবুল হোসেন।

৬ ঘণ্টা আগে

মিয়ানমারের রাখাইনে চরম সংঘাতময় পরিস্থিতি চলছে। এ কারণে সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে অন্তত ৫০ হাজার রোহিঙ্গা। যেকোনও সময়ে তারা বাংলাদেশে ঢুকে পড়তে পারে-এমন আশঙ্কা করা হচ্ছে।

৭ ঘণ্টা আগে

রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

৭ ঘণ্টা আগে