তানিয়া আক্তার

এর আগে একই গাড়িতে চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারে অনুষ্ঠিত এক প্রশিক্ষণেও অংশগ্রহণ করেছিলেন। ওই সময় তার সঙ্গে তার শিশু সন্তান ও মা ছিলেন। প্রতিটি সফরে তিনি কয়েক দিন অবস্থান করেছিলেন।
তথ্য অনুসারে, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাড়িটি জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত ১টায় তিনি ঢাকায় পৌঁছান এবং সরকারি রেস্ট হাউজে অবস্থান করেন। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রশিক্ষণে অংশগ্রহণের পর আবার রাতের ওই রেস্ট হাউজে অবস্থান করে শুক্রবার সকালে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন।

সরকারি যানবাহন ব্যবহার নিয়ন্ত্রন আইন-২০১৫ অনুযায়ী গাড়ি জেলার বাইরে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি চাইলেও আমার দপ্তরের গাড়ি জেলার বাইরে নিতে পারি না। এটি করতে গেলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে জানাতে হবে। অনুমতি ছাড়া এটি আইন লঙ্ঘন হয়।”
গাড়ির চালক শান্ত মিয়া মোবাইল ফোনে জানান, “আমরা এখন জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এর আগে কক্সবাজার যাওয়া হয়েছিল।” জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “ডিডিএলজি স্যার ঢাকায় প্রশিক্ষণে গিয়েছেন, কোন গাড়িতে গেছেন তা আমার জানা নেই।”
মৌসুমী খানম মোবাইল ফোনে জানিয়েছেন, “আমি আমার শিশু সন্তানদের জামালপুরে রেখে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। প্রশিক্ষণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, যেখানে ডিডিএলজি ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছি। ঢাকায় গাড়ি আনার বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেছি এবং অনুমতি পেয়েছি।” জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। খোঁজ নিয়ে জানাব।”
উল্লেখ্য, গাড়ি ব্যবহার সংক্রান্ত অভিযোগ ছাড়াও মৌসুমী খানমের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। পৌরসভার সাবেক প্রশাসকের সময়ে বদলী হওয়া কয়েকজন কর্মচারীকে তিনি পৌরসভায় পুনর্বদলী করেছেন, যা শহরবাসী এবং বাকি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি করেছে।

এর আগে একই গাড়িতে চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারে অনুষ্ঠিত এক প্রশিক্ষণেও অংশগ্রহণ করেছিলেন। ওই সময় তার সঙ্গে তার শিশু সন্তান ও মা ছিলেন। প্রতিটি সফরে তিনি কয়েক দিন অবস্থান করেছিলেন।
তথ্য অনুসারে, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাড়িটি জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত ১টায় তিনি ঢাকায় পৌঁছান এবং সরকারি রেস্ট হাউজে অবস্থান করেন। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রশিক্ষণে অংশগ্রহণের পর আবার রাতের ওই রেস্ট হাউজে অবস্থান করে শুক্রবার সকালে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন।

সরকারি যানবাহন ব্যবহার নিয়ন্ত্রন আইন-২০১৫ অনুযায়ী গাড়ি জেলার বাইরে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি চাইলেও আমার দপ্তরের গাড়ি জেলার বাইরে নিতে পারি না। এটি করতে গেলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে জানাতে হবে। অনুমতি ছাড়া এটি আইন লঙ্ঘন হয়।”
গাড়ির চালক শান্ত মিয়া মোবাইল ফোনে জানান, “আমরা এখন জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এর আগে কক্সবাজার যাওয়া হয়েছিল।” জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “ডিডিএলজি স্যার ঢাকায় প্রশিক্ষণে গিয়েছেন, কোন গাড়িতে গেছেন তা আমার জানা নেই।”
মৌসুমী খানম মোবাইল ফোনে জানিয়েছেন, “আমি আমার শিশু সন্তানদের জামালপুরে রেখে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। প্রশিক্ষণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, যেখানে ডিডিএলজি ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছি। ঢাকায় গাড়ি আনার বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেছি এবং অনুমতি পেয়েছি।” জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। খোঁজ নিয়ে জানাব।”
উল্লেখ্য, গাড়ি ব্যবহার সংক্রান্ত অভিযোগ ছাড়াও মৌসুমী খানমের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। পৌরসভার সাবেক প্রশাসকের সময়ে বদলী হওয়া কয়েকজন কর্মচারীকে তিনি পৌরসভায় পুনর্বদলী করেছেন, যা শহরবাসী এবং বাকি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি করেছে।

ধানমণ্ডি শাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী জান্নাত আরা রুমী রাজধানীর হাজারীবাগে নারীদের হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত নারী ফাহিমা আক্তারের স্বামী আরিফ হোসেন ঘটনাস্থল ত্যাগ করেছেন।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে শেষ হয়।
২ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানায় অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি বর্তমানে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়রা নিয়মিত গৃহস্থালী আবর্জনা ফেলায় শহীদ মিনারে ময়লার স্তুপ জমে আছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং কুকুরের আনাগোনায় পরিবেশ আরও নোংরা হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ
২ ঘণ্টা আগেধানমণ্ডি শাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী জান্নাত আরা রুমী রাজধানীর হাজারীবাগে নারীদের হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত নারী ফাহিমা আক্তারের স্বামী আরিফ হোসেন ঘটনাস্থল ত্যাগ করেছেন।
ঝিনাইদহে “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে শেষ হয়।
নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানায় অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি বর্তমানে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়রা নিয়মিত গৃহস্থালী আবর্জনা ফেলায় শহীদ মিনারে ময়লার স্তুপ জমে আছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং কুকুরের আনাগোনায় পরিবেশ আরও নোংরা হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ