জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে পঞ্চগড়ে শিবিরের গণমিছিল

Thumbnail image

ফ্যাসিস্ট সরকারের গুম, খুন দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে পঞ্চগড়ে শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের ডোকরো পাড়া এমআর কলেজ রোড থেকে গণমিছিলটি বের করা হয়। মিছিলটি পঞ্চগড়-ঢাকা মহাসড়ক হয়ে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা, পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার রহমান, সেক্রেটারি রাশেদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার দেশের নাগরিকদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। যারাই তাদের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে। তাদের আয়রা ঘরে রাখা হয়েছে। শুধু ঢাকা শহরে ৮টি আয়রা ঘরেরসন্ধান পাওয়া গেছে। তারা বন্দুক যুদ্ধের নামে ১ হাজার ৯২৬ জন ভাইকে হত্যা করেছে। গত ১৫ বছরে তারা প্রায় ১৮ লাখ কোটি টাকা পাচার করেছে। যা দেশের জাতীয় বাজেটের তিনগুন। তারা দুর্নীতির বীজ বপন করে গিয়েছিল। অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের গুম, খুন দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। ছাত্রলীগের মত আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। তাদের কোন ছাড় বা নমনীয়তা দেখানো যাবেনা। আগামীতেও এক হয়ে ফ্যাসিস্টের সকল অপকর্মের জবাব দেয়া হবে।

গণ মিছিলে জেলা ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে উদ্ধার অভিযান দীর্ঘায়িত হলেও এখনও সফলতা মিলছে না। ফায়ার সার্ভিস জানিয়েছে, গর্তটির ব্যাসার্ধ মাত্র ৬–৮ ইঞ্চি হলেও গভীরতা প্রায় ২০০ ফুট, যা অভিযানের জটিলতা বাড়াচ্ছে। অক্সিজেন সরবরাহের চেষ্টা চলছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধার করার সম্ভ

২ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে মুসল্লিদের দান-মানতের পরিমাণ কোটি টাকার বেশি।

২ দিন আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে নিজাম উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।

২ দিন আগে

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনে বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

২ দিন আগে