সুন্দরবনে হঠাৎই ঝুঁকি বাড়াচ্ছে প্লাস্টিক বর্জ্য

প্রতিনিধি
Thumbnail image
ছবি: সংগৃহীত

সুন্দরবন একদিকে যেমন ধরে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্য তেমনি এই বনভূমি প্রতিনিয়তই যুদ্ধ করছে প্রাকৃতিক দুর্যোগের সাথে। কিন্তু হঠাৎই বনভূমিতে ভয়াবহ ঝুকি বাড়াচ্ছে পলিথিনসহ প্লাস্টিকের নানা বর্জ্য।

বনের সাথে প্রতিনিয়তই সংযোগ বাড়ছে মানুষের। তাই মানুষের ফেলে যাওয়া প্লাষ্টিক বর্জ্যের দাপটে ধুকধুক করছে সুন্দরবনের বিভিন্ন নদী ও খাল। পানিতে ভাসমান প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, ফেলে দেওয়া ফিশিং নেট ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য ক্রমশই ঝুঁকি বাড়াচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের । স্থানীয় জেলেরা ও বন কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

প্লাস্টিক দুষন প্রতিরোধে উপকূলীয় অঞ্চলে যে কয়েকটি সংগঠন কাজ করছে তার মধ্যে রয়েছে ইয়োথ ফর সুন্দরবন ফোরাম। সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবিদের দক্ষতা উন্নয়ন, পরিবেশ সচেতনতা সহ নানা বিষয়ে প্রশিক্ষন ও কর্মশালার আয়োজন করে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকালে এই সংগঠনের উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্লাস্টিক-পলিথিন দুষন প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়নে কর্মশালার আয়োজন করে । অনুষ্ঠানে প্লাষ্টিক-পলিথিন দুষন কমিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও বনজীবিদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসুচি গ্রহন হয়।

উপজেলা ইয়োথ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রূপান্তর প্রতিনিধি খন্দকার জিলানী হোসেন। এ সময় যুব ফোরামের সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যয়ের বনজীবিগণ উপস্থিত ছিলেন।

প্লাস্টিক বর্জ্যের কারণে সুন্দরবনের বাস্তুতন্ত্র মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ডলফিন, কচ্ছপ, কুমিরসহ অনেক প্রাণী ভুলবশত প্লাস্টিক খেয়ে ফেলছে, যার ফলে তাদের মৃত্যু ঘটছে। এছাড়া প্লাস্টিক ছোট ছোট কণায় ভেঙে মাছের দেহে প্রবেশ করছে। এই মাছ খেয়ে হরিণ, বাঘসহ অন্যান্য প্রাণীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে বনভূমির মাটির উর্বরতা। সুন্দরবন বাঁচাতে সচেতনতার পাশাপাশি মনিটরিং করা গেলে প্লাষ্টিক বর্জ্যের নিয়ন্ত্রণ সম্ভব হবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে

১ few সেকেন্ড আগে

সততা ও দক্ষতার সাথে কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন। তার হাত দিয়ে এলাকার অনেক উন্নয়ন মুলক কাজ সম্পন্ন হয়েছে

১৫ মিনিট আগে

অনুষ্ঠানের শুরুতে জুলাই গন অভ্যুত্থানে সকল শহীদ এবং মাইলস্টোন ‌ দুর্ঘটনার সকল শহীদদের ‌ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়

২৫ মিনিট আগে

কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদান পরিচালনার জন্য ৭০০ শয্যা বিশিষ্ট হাসপাতালও রয়েছে। সিবিএমসি দেশের মানচিত্রে একটি উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে আলো প্রজ্জ্বলিত করছে

৩৬ মিনিট আগে