মানসিক ভারসাম্যহীন ফিরুজা ও দুই সন্তানের দায়িত্ব নিলেন ইউএনও

প্রতিনিধি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। তিনি মানসিক ভারসাম্যহীন নারী ফিরুজা (৩৫) এবং তাঁর দুই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) বকশীগঞ্জ পৌর শহরের মেষেরচর গ্রামে ফিরুজার কুঁড়েঘর পরিদর্শনের সময় ইউএনও এই ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার প্রদান করেন।

জানা যায়, ফিরুজা তাঁর ছোট ছেলে ফেরদৌস (৪)-কে নিয়ে বকশীগঞ্জ বাজারে ভিক্ষা করতেন। সম্প্রতি একজন সাংবাদিকের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ইউএনও শাহ জহুরুল হোসেনের নজরে আসে। পোস্টটি দেখার পরপরই তিনি দ্রুত ওই নারীর খোঁজ নিতে পদক্ষেপ নেন।

সোমবার (২৭ অক্টোবর) ইউএনও তাঁর বাড়ির ঠিকানা বের করে ফিরুজার ভাঙা কুঁড়েঘরে গিয়ে উপস্থিত হন। তবে তিনি ভিক্ষা করতে বের হওয়ায় সে সময় তাঁকে পাওয়া যায়নি। সেখানে ইউএনও তাঁর মেয়ে গোলাপী (১১)-এর সঙ্গে কথা বলেন। জানা যায়, গোলাপী দূর সম্পর্কের মামার ঘরে থাকেন, আর ফিরুজা তাঁর ছেলে ফেরদৌসকে নিয়ে এই ভাঙা ঘরটিতে মানসিক বিকারগ্রস্ত অবস্থায় থাকেন।

ইউএনও'র পরিদর্শন শেষে, পরবর্তীতে ফিরুজা বাড়িতে ফিরে এলে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই ইউএনও ফিরুজা এবং তাঁর সন্তানদের খাদ্য, বাসস্থান ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন:"একজন সাংবাদিকের ফেসবুক পোস্টের মাধ্যমে ওই নারীর (ফিরুজা) বিষয়টি আমাদের নজরে আসে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত মানসিক ভারসাম্যহীন নারী এবং তাঁর দুই সন্তানের জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা করব।"

তিনি আরও বলেন, ফিরুজা, তাঁর কন্যা (গোলাপী) ও ছেলে (ফেরদৌস)-এর খাদ্য, বাসস্থান ও চিকিৎসার জন্য দ্রুত সকল প্রকার সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন দ্রুত ও মানবিক পদক্ষেপকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাঁর এই উদ্যোগ এলাকায় স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রোভার স্কাউটের সর্বোচ্চ পদক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গাজীপুরের অবলোকন মুক্ত স্কাউট গ্রুপের ৬ জন রোভার স্কাউট পায়ে হেঁটে ১৫০ কিমি পথ পরিভ্রমনে যাত্রা শুরু করেছে

১ ঘণ্টা আগে

দুপুর ২টা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত ছিলো। এতে করে শহরে বন্ধ ছিলো সকল প্রকার ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল। অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের

৩ ঘণ্টা আগে

রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচরে স্বামীর সঙ্গে বিবাদের জেরে রুমেছা আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে

৩ ঘণ্টা আগে

দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে একাধিক সংগঠন একযোগে কর্মসূচি চালায়, ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হয়ে ঢাকায় তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়েছে—বলেন ডিএমপি উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান

৩ ঘণ্টা আগে