গ্রীন বায়োটেকনোলজিতে সশস্ত্র হামলা, ৫ দুষ্কৃতকারী আটক

প্রতিনিধি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারীর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা কারখানায় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশের তৎপরতায় এবং এলাকাবাসীর সহায়তায় পাঁচজন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন নাংলা গ্রামের জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনার মরখালী গ্রামের মো. মাসুম (২৫), মেলান্দহ উপজেলার মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গা গ্রামের লিখন আহমেদ সাকিব (২৭) এবং একই গ্রামের মোশারফ মিয়া

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা ভোরে কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে দেশীয় অস্ত্র ব্যবহার করে কারখানায় ঢুকে ভাঙচুর চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতিকারীদের মধ্যে কয়েকজন পালাতে চেষ্টা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

কারখানার ম্যানেজার নজরুল ইসলাম বলেন, “পাঁচ লাখ টাকার চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। আমাদের প্রতিষ্ঠান জেলার গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে অন্যান্য উদ্যোক্তারা শিল্প স্থাপন থেকে বিরত থাকতে বাধ্য হবেন।”

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, “হামলাকারীদের কারখানায় চাঁদা না দেওয়ায় তারা ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। পাঁচজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আরও দুই ব্যক্তির নামে সাইবার-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি এখনও আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগ দায়ের করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় নেতা আরিয়ান আহমেদ।

২ ঘণ্টা আগে

কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি চাল সংগ্রহ ও বিতরণে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনও প্রকাশ হয

৩ ঘণ্টা আগে

খুলনা ওয়াসার আলোচিত ফেস-২ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে একজন বিতর্কিত কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের কারণে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।

৩ ঘণ্টা আগে

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

৪ ঘণ্টা আগে