শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে পালাল যুবক

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
Thumbnail image
মরদেহগুলো ধরে স্বজনের আহাজারি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আমির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মনোমালিন্য নিয়ে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে ওই দুজন খুন হন। ঘটনার পর থেকে আমির পলাতক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় ওই দুজনকে হত্যা করা হয়।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত রওশন আলীর মেয়ে যূঁথী আক্তার ও তার ছোট বোন স্মৃতি।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, দেড় বছর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সামিউল ইসলামের সাথে বিয়ে হয় যূঁথী আক্তারের। যূঁথী এক মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরই মধ্যে সামিউল যূঁথীকে ফিরে যেতে বলে, কিন্তু যূঁথী রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে গত সপ্তাহে সামিউল তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। রোববার রাতে সামিউল তার শ্যালক জাহেদ ভূঁইয়াকে সাথে নিয়ে এক কক্ষে এবং যূঁথী ও স্মৃতি অন্য কক্ষে শুয়ে পড়ে। রাতে ঘরের ভেতর দুলাভাই সামিউলের সন্দেহজনক চলাফেরায় সন্দেহ হয় শ্যালক জাহেদের। একপর্যায়ে সে তার দুলাভাইকে খুঁজে না পেয়ে বোনের কক্ষে গেলে সেখানে সে তাদের মরদেহ দেখতে পায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্তসহ ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

৪ ঘণ্টা আগে

শিক্ষক শফিকুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় ৮জনকে আসামিকে করে থানায় একটি মামলা । মামলায় সোমবার রাতে বল্লী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

১০ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা বাহিনী ওই আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

১ দিন আগে